নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ পাওয়ার মূল কারণ হলো হাতে হাতে টাকা দেওয়া। জনপ্রিয় এই প্রকল্পের ক্ষেত্রে এবার রাজ্য সরকারের তরফ থেকে বড় এক পরিবর্তন (Lakshmir Bhandar Rule Change) আনা হলো। যে পরিবর্তন সেই সকল মহিলাদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে যারা বিভিন্ন কারণে টাকা পাচ্ছিলেন না। মোটের উপর নিয়মে এই পরিবর্তন আনার ফলে টাকা পাওয়া আরও সহজ হচ্ছে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের ২৫-৫৯ বছর বয়সী মহিলারা টাকা পেয়ে থাকেন। সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া হয় এবং যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলা তাদের মাসে ১০০০ টাকা দেওয়া হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের আগে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং এই প্রকল্প এখনো চলছে।
এযাবত এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনকারী মহিলাদের বেশকিছু শর্ত মানার পাশাপাশি তাদের বাধ্যতামূলকভাবে থাকতে হতো স্বাস্থ্যসাথী কার্ড। তবে দেখা গিয়েছে বহু আবেদনকারী মহিলার স্বাস্থ্য সাথী কার্ড না থাকার কারণে তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন না। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নিয়মে বদল এনেছে রাজ্য সরকার।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের মহিলাদের মন পেতে এবং মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে এবং এই প্রকল্পের টাকা পাওয়া যাবে।
রাজ্য সরকারের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সেই সকল মহিলারা উপকৃত হবেন যারা এখনো পর্যন্ত নিজেদের স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে উঠতে পারেননি অথবা কোন কারণবশত তা হয়নি। কারণ রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে নিয়মে এমন পরিবর্তন আনার ফলে তারা সহজেই টাকা পাবেন।