ভুল মেসেজ পাঠালেও আর চিন্তা করতে হবে না, WhatsApp আনছে দারুণ ফিচার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো WhatsApp। মেটা (Meta) সংস্থার এই অ্যাপটি বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকেন। ভারতেই এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। অ্যাপটির জনপ্রিয়তা এই জায়গায় এসে পৌঁছেছে মূলত গ্রাহকদের ব্যবহারের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে।

Advertisements

অ্যাপের জনপ্রিয়তা যেমন দিন দিন বাড়ছে ঠিক সেই রকমই সংস্থার তরফ থেকে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নানান পরিবর্তন আনা হচ্ছে। মূলত সুরক্ষা এবং ব্যবহারকারীরা যাতে আরও সহজে এই অ্যাপ ব্যবহার করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। সেই রকমই এবার এমন একটি পরিবর্তন আনা হচ্ছে যাতে ব্যবহারকারীদের ভুল মেসেজ পাঠিয়ে আর চিন্তা করতে হবে না।

Advertisements

সংস্থার তরফ থেকে যে পরিবর্তন আনা হচ্ছে সেই পরিবর্তন অনুযায়ী ব্যবহারকারীরা কাউকে কোন মেসেজ পাঠানোর পর যদি দেখেন তাতে কোন ভুল আছে তাহলে তা এডিট করার সুযোগ পাবেন। টেক্সট ছাড়াও ছবি এবং ভিডিওর ক্ষেত্রেও এডিট করে পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। WABetainfo এর রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।

Advertisements

নতুন এই ফিচার সম্পর্কে ইতিমধ্যেই WABetainfo দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই ফিচার আনার জন্য দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং এই ফিচারটি ইতিমধ্যেই বিটা ব্যবহারকারীদের দেওয়া হয়েছে। যদিও এই ফিচার সম্পর্কে এখনো পর্যন্ত সব খুঁটিনাটি সামনে আসেনি।

তবে যা জানা যাচ্ছে তাতে ভুল মেসেজ যেমন এডিট করে ঠিক করা যাবে ঠিক সেই রকমই আবার এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট ফ্রন্ট এবং রং পরিবর্তন করতে পারবেন। সম্ভবত আরও কিছু অপশন যোগ হয়ে এই ফিচার প্রতিটি ব্যবহারকারীর অ্যাপে আপডেট করা হবে। আর যাই হোক এই ফিচার আসার পর ভুল মেসেজ পাঠিয়ে যে দুশ্চিন্তায় পড়তে হতো তা আর পড়তে হবে না। অথবা ভুল মেসেজ ডিলিট করে আবার লিখে পাঠাতে হবে না।

Advertisements