অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল লতিফের গাড়িতে কেন ছিলেন রাজু ঝাঁ! উঠছে প্রশ্ন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কয়লা মাফিয়া হিসাবে পরিচিত রাজু ঝাঁ (Raju Jha) গত শনিবার শক্তিগড়ে শুট আউট হয়ে মারা যান। তার এইভাবে শুট আউট হওয়ার ঘটনায় নানান প্রশ্ন উঠছে। তবে সেই সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে গাড়িতে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটি নিয়ে। কারণ সাদা রঙের ওই এসইউভি গাড়ির সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের আব্দুল লতিফের (Abdul Latif)।

Advertisements

এর পাশাপাশি প্রশ্ন উঠছে ওই দিন ওই গাড়িতে রাজু ঝায়ের সঙ্গে আবদুল লতিফ ছিলেন কিনা তা নিয়েও। কারণ পরে একটি ভিডিও সামনে আসে যাতে দেখা যায়, ঘটনার পর আব্দুল লতিফ ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। পরে তিনি কোথায় যান তা আর খুঁজে পাওয়া যায়নি।

Advertisements

সূত্র মারফৎ জানা যাচ্ছে রাজু ঝাকে যে গাড়িতে শুট আউট করা হয় সেই গাড়িটি ২০২০ সালের জানুয়ারিতে বোলপুর থেকে কেনা হয়েছিল। গাড়িটি আব্দুল লতিফের নামেই রয়েছে। প্রশ্ন উঠছে নিজের এত দামি দামি বিলাসবহুল গাড়ি ছেড়ে কেন রাজু ঝাঁ ঐদিন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ গরু পাচার কান্ডে অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে গিয়েছিলেন।

Advertisements

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ঐদিন রাজু ঝা যে গাড়িতে বসেছিলেন অর্থাৎ আব্দুল লতিফের গাড়িটি চালাচ্ছিলেন নূর হোসেন। তিনি আব্দুল লতিফের বিশ্বস্ত একজন চালক। ৫-৬ বছর ধরে তিনি আব্দুল লতিফের গাড়ির চালক। জানা যাচ্ছে, নূর হোসেন যখন বাড়ি আসতেন তখন মাঝে মাঝেই বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি নিয়ে আসতেন।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারী অফিসাররা এখন রাজু ঝায়ের সঙ্গে আব্দুল লতিফের যোগ সূত্র খুঁজছেন বলেই জানা যাচ্ছে। কারণ যেভাবে একের পর এক তথ্য সামনে আসছে তার রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।

Advertisements