এবার জালিয়াতির শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বোন পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee)। আচমকাই তিনি জানতে পারেন যে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে কারণ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী তিনি মৃত। এই ঘটনায় কার্যত হতবাক অভিনেত্রী। আর্থিক জালিয়াতির মুখে পড়ে তড়িঘড়ি এফআইআর দায়ের করেন পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee)।
দক্ষিন কলকাতার শরৎ বোস রোডের একটি বেসরকারি ব্যাঙ্কে একটি পিপিএফ অ্যাকাউন্ট ছিল পল্লবীর (Pallavi Chatterjee)। অনেকদিন ধরেই সেই অ্যাকাউন্টে টাকা জমা রাখতেন অভিনেত্রী। হঠাৎ ব্যাঙ্কের তরফ থেকে পল্লবীকে জানানো হয় যে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আচমকা কেন এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল, তা জানতেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন পল্লবী চট্টোপাধ্যায়। ব্যাঙ্কের দেওয়া তথ্য দেখে হতবাক হয়ে যান অভিনেত্রী।
পল্লবী (Pallavi Chatterjee) জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো তিনি মার্চ মাসে তাঁর পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে যান। ২০১৬ সাল থেকে নিয়মিত তিনি এই অ্যাকাউন্টেই টাকা জমা করে আসছেন। কিন্তু এই বছর সেখানে টাকা জমা করতে গিয়ে পল্লবী জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। তাঁকে ১-২ দিন অপেক্ষা করতে বলা হয় সমস্যাটি সমাধান করার জন্য।
কিন্তু এরপরে ব্যাঙ্কের তরফ থেকে পল্লবীকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ব্যাঙ্কের কাছে তথ্য এসেছে, তিনি মৃত। সেই কারণেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বল হয়েছে। এখানেই শেষ নয়, তাঁর পিপিএফ ফান্ডের ৯ লক্ষ ১৭ হাজার টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে অন্য একটি অ্যাকাউন্টে।
পল্লবীর (Pallavi Chatterjee) দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, পরিবারের সদস্য পরিচয়ে, তাঁর মৃত্যুসংবাদ দিয়ে কেউ ওই টাকা তুলে নেয়। আর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। একথা জেনে, কড়েয়া থানায় অভিযোগ জানান পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee)। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী নামের বানানে ত্রুটির জেরে এই সমস্যা হয়েছে। আর তাই দ্রুত টাকা ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনটাই পুলিশ সূত্রের খবর।
পল্লবীর আশঙ্কা, এই ঘটনার পিছনে কাজ করছে বিশাল বড় কোনও প্রতারণা চক্র। কেবল তিনিই নন, অনেকেই হয়তো এই জালিয়াতির স্বীকার। পল্লবীকে আশ্বস্ত করা হয়েছে, ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ঘটনায় আকস্মিকতায় এখনও যেন ঘোর কাটেনি অভিনেত্রীর। টাকা ফেরত পাওয়া নিয়েও সন্দেহ রয়েছে তার।