নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করে রাখার তুলনায় অনেক বেশি সুদ পাওয়া যায় ফিক্সড ডিপোজিটে (FIXED Deposit)। যে কারণে অধিকাংশ গ্রাহকরা তাদের টাকা ফিক্সড ডিপোজিট করে রাখতে পছন্দ করেন। পাশাপাশি ফিক্সড ডিপোজিটে টাকা আরও সুরক্ষিত থাকে বলেও মনে করা হয়। তবে দেশে যে সকল ব্যাংক রয়েছে সেগুলি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বর্তমানে সুদ দিচ্ছে ৮ শতাংশের কাছাকাছি। কিন্তু এমন কিছু সংস্থা রয়েছে যারা সুদ দিচ্ছে ১০ শতাংশের বেশি।
১) হকিন্স প্রেসার কুকারের নাম আমরা প্রত্যেকেই কমবেশি শুনেছি। এই সংস্থাটি রয়েছে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করার জন্য স্কিম। সংস্থাটি ২০২২ সাল থেকে এমন স্কিম চালু করেছে। এই সংস্থার তরফ থেকে আমানতকারীদের ১১.৩০ শতাংশ সুদ দিয়ে থাকে। তবে সেই আমানত হতে হবে কমপক্ষে তিন বছরের জন্য। এর পাশাপাশি সর্বনিম্ন আমানত হতে হবে ২৫ হাজার টাকা।
২) মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিসের ফিক্সড ডিপোজিটের জন্য একটি স্কিম রয়েছে। এই স্কিমের নাম হল সমৃদ্ধি ক্রমবর্ধমান স্কিম। এই স্কিমের আওতায় যারা টাকা রাখেন তারা সকলেই ১০ শতাংশের বেশি সুদ পেয়ে থাকেন। সাধারণ নাগরিকরা পেয়ে থাকেন ১০.০৭ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পেয়ে থাকেন ১০.৩৭ শতাংশ সুদ। এক্ষেত্রে বিনিয়োগ হতে হবে কম করে পাঁচ বছরের জন্য।
৩) শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্স সংস্থার রয়েছে ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে টাকা সঞ্চয় রাখলে সাধারণ নাগরিকরা ১০.৪২% সুদ পেয়ে থাকেন। অন্যদিকে প্রবীণ নাগরিকরা ১০.৭৭ শতাংশ সুদ পেয়ে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এবং পাঁচ বছরের জন্য।
৪) কেরল সরকারের অধীনে থাকা কেটিডিএফসি লিমিটেডে যে সকল গ্রাহকরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ১০.১৭ শতাংশ সুদ পান এবং সাধারণ নাগরিকরা সুদ পেয়ে থাকেন ১০ শতাংশের কাছাকাছি।
বিনিয়োগের ক্ষেত্রে এই সকল সংস্থাগুলি লাইসেন্স প্রাপ্ত হলেও বিনিয়োগ করার সময় অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে হবে।