নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের তিন মাস পার হতে না হতেই বিশ্ব ধনীদের তালিকা (Billionaire List) প্রকাশ করে দিল ফোর্বস (forbes list)। নতুন এই তালিকা সামনে আসতেই সব ওলটপালট দেখা গেল। বিশ্ব ধনীদের তালিকায় সবার উপরে থাকা এলন মাস্ক (Elon Musk) ছিটকে গেলেন শীর্ষ তালিকা থেকে। অন্যদিকে ক্ষতির সম্মুখীন হয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। তবে কপাল খুলতে দেখা গেল মুকেশ আম্বানির (Mukesh Ambani)।
হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশ্বের অন্যতম ধনীপতি গৌতম আদানি। তিনি তালিকায় নেমে এখন ২৪ নম্বরে জায়গা পেয়েছেন। একসময় বিশ্ব ধনী তালিকায় তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে তৃতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকাকালীন তার সম্পত্তি ছিল ১২৬ বিলিয়ন ডলার।
ভারতীয় ধনী তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মুকেশ আম্বানি। ভারতের পাশাপাশি তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশ্ব ধনী তালিকায় তিনি জায়গা পেয়েছেন ৯ নম্বরে। তার সম্পত্তির পরিমাণ ৮৩.৪ বিলিয়ন ডলার।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই মুহূর্তে যে ধনী তালিকা সামনে এসেছে তাতে মুকেশ আম্বানি মাইক্রোসফ্টের স্টিভ বালমার, গুগলের ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জুকারবার্গ এবং ডেল টেকনোলজিসের মাইকেল ডেলের উপরে রয়েছেন।
৩৯ বিলিয়ন ডলার খুয়ে বিশ্ব ধনী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ১৮০ বিলিয়ন ডলার। তিনি এর আগে এই তালিকায় প্রথম স্থানে ছিলেন।
অ্যামাজনের ৩৮ শতাংশ শেয়ার পতনের ফলে জেফ বেজোস তৃতীয় স্থানে রয়েছেন।
বিশ্ব ধনী তালিকায় সবার উপরে পৌঁছে গিয়েছেন ফরাসি বিলিয়নেয়ার এবং বিলাস দ্রব্যের টাইকুন, LVMH-এর মালিক বার্নার্ড আরনাল্ট। এই মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ হলো ২১১ বিলিয়ন ডলার।