দুই ‘পার্থ’-র হাত সাফাই! চাকরি চুরি কান্ডে নতুন তথ্য সামনে আনলো ED

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কান্ড নিয়ে এখনো উত্তাল রাজ্য। এখনো একের পর এক ব্যক্তিদের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অথবা গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যেই এই দুর্নীতি কাণ্ডে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। তবে এরই মধ্যে নতুন এক পার্থর নাম সামনে আনলেন ইডি আধিকারিকরা।

Advertisements

চাকরি চুরি কান্ডে ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার এদিক ওদিক হয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের। এই বিপুল অংকের টাকার নয়ছয়ের ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি উঠে এসেছে তারই এক ঘনিষ্ঠ পার্থ সরকারের নাম। সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে, পার্থ সরকার ওরফে ভজা দুর্নীতির কালো টাকা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

Advertisements

এমন তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন কুন্তল ঘোষের কাছ থেকেই বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকদের কুন্তল ঘোষ জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির কালো টাকা প্রথমে সংগ্রহ করতেন পার্থ সরকার এবং পরে তা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পার্থ সরকার।

Advertisements

পার্থ সরকার দাবি করেছেন, যিনি অর্থাৎ কুন্তল ঘোষ তার নাম করেছেন তাকে তিনি জীবনে দেখেননি এবং চেনেন না। এমনকি কুন্তল ঘোষ বেহালায় কোনদিন আসেন নি বলেও দাবি করেছেন পার্থ সরকার। একই সঙ্গে পার্থ সরকার দাবি করেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরই তার নাম তিনি শুনেছেন।

অন্যদিকে মঙ্গলবার ইডি আধিকারিকরা কুন্তল ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছেন। যাতে শিক্ষাসচিব মণীশ জৈন, পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্য, এক সময় পার্থর পরিষদীয় দফতরের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নামও একটি অংশে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements