নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। বর্তমান সময়ে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ভারতীয় রেলের উপর নির্ভরশীল যাতায়াতের জন্য। আবার রেলের তরফ থেকেও রেল পরিষেবায় যে আধুনিকতা আনা হচ্ছে তার ফসল হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
বর্তমান ভারতের সবচেয়ে আধুনিক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই এই ট্রেনটি ১১ টি রুটে যাতায়াত করছে। ভারতীয় রেল এবং কেন্দ্রের পরিকল্পনা হল খুব তাড়াতাড়ি দেশে অন্ততপক্ষে ২০০ টি বন্দে ভারত চালু করা। ২০২৪ সালের মধ্যেই এই লক্ষ্য অনেকটাই পূরণ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে এরই মধ্যে বন্দে ভারত নিয়ে নতুন আপডেট পাওয়া গেল।
ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার কোচ যোগ করা নিয়ে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা চলছিল। এবারে শুধু পরিকল্পনা নয় পাশাপাশি রীতিমত অর্ডার দেওয়া হয়েছে। এই অর্ডারের পরিপ্রেক্ষিতে এবার বন্দে ভারত এক্সপ্রেস চড়ে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তারা বসে বসে নয় বরং ঘুমিয়েও যেতে পারবেন।
ভারতীয় রেলের তরফ থেকে একটি বা দুটি স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে এমন নয়। ভারতীয় রেল একসঙ্গে ১২০ টি স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস তৈরীর জন্য চিঠি দিয়েছে। এই অর্ডার চিঠি দেওয়া হয়েছে জেএসসি মেট্রোভ্যাগনমাশ-মিটিসচি (টিএমএইচ)-কে। জেএসসি মেট্রোভ্যাগনমাশ-মিটিসচি (টিএমএইচ) হলো একটি রাশিয়ান সংস্থা যাদের রেলপথ রোলিং স্টক তৈরীর অভিজ্ঞতা রয়েছে।
আবার রাশিয়ান এই ফার্মের সঙ্গে যৌথভাবে বিকাশ নিগম লিমিটেড পাবলিক সেক্টর কাজ করে থাকে। নতুন স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হবে মহারাষ্ট্রের লাতুরে বলে জানা যাচ্ছে। নতুন স্লিপার কোচ যুক্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে ভারতীয় রেলে আমূল এক পরিবর্তন আসবে তা নিয়ে কোন সন্দেহ নেই।