বইবে লু, তীব্র তাপপ্রবাহ, এই ৫ ঘন্টা বাড়ি থেকে বের না হওয়াই ভালো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাস ভালোভাবে কেটে গেলেও এপ্রিলের শুরু থেকেই গরম কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মানুষ। ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে। চৈত্র শেষে কলকাতা সহ বিভিন্ন জেলায় এই তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি তাপপ্রবাহ (Heat Wave), লুয়ের সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

অন্যদিকে এমন পরিস্থিতি থেকে কবে রক্ষা পাবেন রাজ্যের বাসিন্দারা তা সম্পর্কে আসার আলো দেখাতে পারেননি আবহাওয়াবিদরা। তাদের কথা অনুযায়ী বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু একেবারেই তলানিতে পৌঁছে গিয়েছে তাই এই মুহূর্তে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। ফলে এখন এই পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রার পারদ বাড়বে বলেই জানানো হয়েছে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ ৪১° পৌঁছে যাবে আগামী ১১ অথবা ১২ এপ্রিল। ৬ থেকে ৭টি জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রির বেশি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Advertisements

ভয়ংকর এই পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রচন্ড গরমে অস্বস্তি পরিস্থিতি তৈরি হওয়ার ফলে সুতির জামাকাপড় পরার পরামর্শ দেওয়া হয়েছে এবং বেশি পরিমাণে জল খেতে বলা হয়েছে। অন্যদিকে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত যতটা সম্ভব বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যে সকল জেলায় সবচেয়ে বেশি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল দক্ষিণ-পশ্চিমের জেলাগুলি, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements