মমতাকে না জানিয়ে পার্কিং ফি বৃদ্ধি কলকাতায়, শেষে যা করতে বাধ্য হলেন ফিরহাদ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের শুরু থেকেই কলকাতায় বৃদ্ধি পায় পার্কিং ফি (Parking Fee)। এই পার্কিং ফি এতটাই বৃদ্ধি করা হয় যে কোন কোন ক্ষেত্রে তা হয়ে দাঁড়ায় দ্বিগুণ। তবে এমন সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) না জানিয়েই করা হয়েছিল বলে জানা গিয়েছে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) এমনটাই দাবি করেন এবং তারপরেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পার্কিং ফি নিয়ে এর আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে বিশাল ফারাক লক্ষ্য করা গিয়েছিল। যে সকল ক্ষেত্রে পার্কিংয়ের জন্য আগে ১০ টাকা করে খরচ করতে হতো সেই জায়গায় খরচ বেড়ে দাঁড়ায় ২০ টাকা। দুই চাকা যানবাহনের ক্ষেত্রে এমন পরিবর্তন আসার পাশাপাশি চার চাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি অনেক বেড়ে যায়।

দাবি করা হচ্ছিল, পার্কিং ফি বৃদ্ধি করার ফলে অযথা যানবাহন নিয়ে রাস্তায় বের হবেন না শহরের বাসিন্দারা। তবে এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিরোধী বলে দাবি করেন কুনাল ঘোষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে কুনাল ঘোষ জানান, পার্কিং ফি বৃদ্ধি করা সাধারণ মানুষদের উপর চাপ বৃদ্ধি করেছে এবং বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। এই বিষয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন।

এমনকি তিনি দাবি করেন, পার্কিং ফি বৃদ্ধি করার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না অথবা তার থেকে অনুমতি বা অনুমোদন নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পর মেয়র ফিরহাদ হাকিমকে জানিয়েছেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা যেন প্রত্যাহার করা হয়। এই সকল দাবি দেওয়ার পরই দেখা যায় শুক্রবার রাতেই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে পুরনিগম।

শুক্রবার রাতে পুরো নিগমের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কেএমসি এপ্রিল মাসের ১ তারিখ থেকে পার্কিং ফি বৃদ্ধি সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আগে যে পার্কিং ফি নেওয়া হত সেই পার্কিং ফি-ই নেওয়া হবে।