ট্রেনের টিকিট (Train Ticket) না কেটে সফর করা দণ্ডনীয় অপরাধ (Punishable Offence)। কিন্তু তারপরেও মানুষ টিকিট না কেটেই ট্রেনে ওঠেন। শুধু ওঠেনই না, দিব্যি নিশ্চিন্ত মনে নিজের গন্তব্যের উদ্দশ্যে যাত্রা করেন। আর যদি এর মাঝে চেকার চলে আসেন তবে হয় ফাইন দেবেন কিংবা সুযোগ থাকলে তখনই ট্রেন (Train) থেকে পালিয়ে যাবেন। কিন্তু ফাইন দেওয়া বা ট্রেন থেকে পালিয়ে যাওয়ার আগে টিকিট পরীক্ষক (Ticket Collector) এর কাছে যে হয়রানি শিকার হতে হয় সেটিও কিন্তু কম নয় তাও মানুষ সামান্য কয়েকটি টাকার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে বিন্দুমাত্র আটকায় না।
সম্প্রতি ঠিক এইরকম একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে টিকিট দেখাতে না পারায় টিকিট পরীক্ষক সেই যাত্রীকে ট্রেন থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলেন। কিন্তু তারপরেও সেই যাত্রীর লজ্জার লেশ মাত্র নেই। সমানে টিকিট পরীক্ষকের সাথে তর্ক করে যাচ্ছেন। ঘটনাটি শিয়ালদহ রানাঘাট লোকালের (Sealdah Ranaghat Local)। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে দুই মহিলার ঠেলাঠেলি চলছে। ভিডিওতে একজন মাঝ বয়সি মহিলা যিনি ব্রাউন কালারের সালোয়ার কামিজ পরে আছেন। অন্যজন কম বয়সী যিনি সাধারণ একটি সাদা জামা পরে আছে। কম বয়সী মহিলাটি ট্রেন থেকে নেমে যেতে চাইছেন। আর বেশি বয়সী মহিলা যিনি টিকিট পরীক্ষক তিনি ওই যাত্রীকে পেছন থেকে আটকে রেখেছেন।
এই ঠেলা ঠেলির মাঝেই চলছে দুজনের মধ্যে কথা কাটাকাটি। ওই যাত্রী বলছেন, “আমি আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না ম্যাডাম। আমি নামব! আমাকে ছেড়ে দিন, যেতে দিন। আমি তো আগেই নেমে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে যেতে দেননি।” ঠেলাঠেলির মাঝে ওই মহিলা টিকিট পরীক্ষক যাত্রী টির উপর প্রচণ্ড রেগে যান। তিনি তীব্র ভাবে ওই যাত্রীকে তিরস্কার করেন। তাকে বলতে শোনা যায়, “নির্লজ্জ বেহায়া মেয়ে! বিনা টিকিটে ট্রেনে চেপেছে। হাসপাতালে চাকরি করেন, তা-ও ট্রেনের টিকিট কাটেন না।”
এক পর্যায়ে কোন মতে যাত্রীটি টিকিট পরীক্ষকের হাত থেকে নিস্তার পেয়ে ট্রেনের দরজায় গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে তিনি আবারো বলেন, “আপনার শক্তির সঙ্গে আমি কি কখনও পেরে উঠি?” অমনি টিকিট পরীক্ষক বলে ওঠেন, “গায়ে তো মোষের মতো শক্তি!” সাথে সাথে পাশ থেকে সহযাত্রীদের টিপ্পনীয় ভেসে আসে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “ওকে রানাঘাটে নিয়ে গেলেই তো হয়ে যায়।”
ভিডিয়োটি কলকাতা চিত্রগ্রাফি নামক একটি ইস্টাগ্রামে (Instagram) পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেবশ্রী নামের কোনো একজনকে ক্রেডিট হিসেবে ধন্যবাদ দেওয়া হয়েছে। শেয়ার হওয়ার পর থেকে বহু মানুষ ভিডিওটি দেখেছেন এবং সেই সাথে দেখা গেছে ভুরি ভুরি মজার সব কমেন্ট। কেউ বলছেন, “মানুষ ১০ টাকার টিকিট না কেটে এই ভাবে মান-সম্মান ধুলোয় মেশাতে ভালবাসেন।” তো অন্যজনের বক্তব্য, “হসপিটালে চাকরি করেও টিকিট কাটেন না। আর আমরা কলেজ যাই টিকিট কেটে। এদের সত্যিই লজ্জা নেই।”