নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) গত বিধানসভা নির্বাচনের আগে যে সকল প্রকল্পের ঘোষণা করেছিলেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প রাজ্যের ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের মাসে মাসে হাত খরচ দিয়ে থাকে। প্রকল্পটি চালানো হয় নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে।
এই প্রকল্পে যারা আবেদন করেছেন এবং যাদের আবেদন পত্র গ্রহণ হয়েছে তারা ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে পেয়ে থাকেন। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা। এবার এই টাকা পাওয়ার ক্ষেত্রে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যে বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেতে হলে রাজ্য সরকারের দেওয়া শর্ত মানতেই হবে। শর্ত মানতে হবে তবেই টাকা পাওয়া যাবে। গত ৩১ মার্চ এইরকমই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে। যে বিজ্ঞপ্তির এক জায়গায় লেখা রয়েছে, যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে তাদের অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ টাকা পাঠিয়ে দেওয়া হবে।
রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি যাদের পর মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যে সকল উপভোক্ত তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরী। তবে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকবে না তাদের কি হবে!
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে দেওয়ার পর ইতিমধ্যেই একাধিক পরিবর্তন আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যাতে সত্যিই উপযুক্ত উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পান তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে রাজ্য সরকারকে। এসবের মধ্যে এই বিজ্ঞপ্তি অথবা এই পদক্ষেপ উপভোক্তাদের ভালোর জন্যই মনে করা হচ্ছে।