নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের বড় সংখ্যার মানুষ ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় ইউপিআই (UPI) অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করতে। তবে এই সকল অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা দরকার।
যদিও সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকার যে বাধ্যবাধকতা রয়েছে তাতে পরিবর্তন আসছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে অর্থাৎ অ্যাকাউন্ট ফাঁকা থাকলেও GPay, PhonePe এর মত ইউপিআই অ্যাপ থেকে লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ইউপিআই লেনদেনকে আরও বৃদ্ধি করার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা থাকলেও তারা আর্থিক লেনদেন করতে পারবেন। এমন আর্থিক লেনদেন হবে মূলত ক্রেডিটের মাধ্যমে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ব্যবস্থার কথা জানানো হয়েছে তা এক প্রকার ঋণ। কোন গ্রাহকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে এমন ঋণের ব্যবস্থা করে দেবে ব্যাঙ্কগুলি। এই ব্যবস্থা হবে ব্যবহার করা ইউপিআই অ্যাপের মাধ্যমেই তৎক্ষণাৎ। যে অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাপ লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে ক্রেডিট।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী নতুন এই ব্যবস্থাপনা মূলত ক্রেডিট কার্ডের মতই। এর ফলে গ্রাহকরা সাময়িকভাবে নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ ক্রেডিট হিসাবে পাবেন তাদের আপাতকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য। সেই টাকা পুনরায় গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। যদিও নতুন এই ব্যবস্থা কবে থেকে চালু হবে তা এখনো স্পষ্ট করা হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।