চাঁদি ফেটে যাচ্ছে! কত দিন চলবে তাপপ্রবাহ, কবে মিলবে মুক্তি, জানাল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর মার্চ মাসে সেই ভাবেই গরম টের পাওয়া না গেলেও, এপ্রিল মাস শুরু হতে না হতেই শুরু হয়েছে দাবদাহ। সূর্যের তীব্র তাপে তপ্ত হয়ে উঠেছে বাংলা (West Bengal Weather)। বেলা বাড়লেই খাঁ খাঁ করছে চারদিক। বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে দিনের বেলায়। শুধু বের হওয়া মুশকিল হয়ে পড়েছে এমন নয়, পাশাপাশি সবরকম সতর্কতা অবলম্বন করে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে।

Advertisements

হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে পরিস্থিতি আরও অস্বস্তিকর হতে শুরু করেছে। শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিম বাতাস হু হু করে ঢোকার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিন কয়েক সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছেন প্রত্যেকেই আর সেই মুক্তির দিন কবে আসবে তা জানালো হাওয়া অফিস।

Advertisements

বর্তমানে পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে সকাল ১১ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত সরাসরি রোদে দাঁড়িয়ে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। হালকা জামাকাপড় পরার পরামর্শ দেওয়া হয়েছে। মাথা টুপি, ছাতা অথবা কাপড় দিয়ে ঢাকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে ডিহাইড্রেশন না হয়।

Advertisements

সোমবার হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা এই আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে চালানো হয়েছে, এমন পরিস্থিতি রাজ্যের প্রতিটি জেলাতেই দেখা যাবে। অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহ নজরে আসবে। প্রতিটি জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া এমন গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি দিন সময় লাগবে রাজ্যের বাসিন্দাদের। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত এইরকম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এই কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে না। আগামী রবিবারের আগে মুক্তি পাওয়া যাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisements