নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ডিজিটাল পেমেন্টের (Digital Payment) উপর নির্ভরশীল। ডিজিটাল পেমেন্ট মানুষের জীবনে অনেক স্বাচ্ছন্দ এনে দিয়েছে এবং সময় বাঁচাচ্ছে। পাশাপাশি কমেছে পরিশ্রম। এসবের কারণেই এখন ইলেকট্রিসিটি বিল হোক অথবা ফোনের বিল সব কিছুই বাড়িতে বসে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করে দিতে দেখা যায় গ্রাহকদের।
আবার ডিজিটাল পেমেন্ট করার ফলে গ্রাহকরা আরও একটি সুবিধা পেয়ে থাকেন আর তা হলো ক্যাশব্যাক। বিল পেমেন্ট থেকে শুরু করে শপিং সবকিছুতেই পেমেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক দিয়ে থাকে অধিকাংশ ব্যাঙ্ক। ক্যাশব্যাক ছাড়াও রয়েছে রিওয়ার্ড সহ বিভিন্ন অফার। এরই মধ্যে বিল পেমেন্ট করার ক্ষেত্রে দুর্দান্ত একটি অফার আনা হলো দেশের একটি জনপ্রিয় ব্যাঙ্কের তরফ থেকে।
সম্প্রতি রিওয়ার্ড এবং ক্যাশব্যাক সংক্রান্ত এমন দুর্দান্ত অফার আনা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) তরফ থেকে। জনপ্রিয় এই ব্যাংকের তরফ থেকে গুগল পে-র (Google Pay) সঙ্গে গাঁটছড়া বেঁধে এমন অফার আনা হয়েছে। গ্রাহকরা এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্ট করলে পাঁচ শতাংশ ছাড় পাবেন।
অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে তাদের গ্রাহকদের দুই ধরনের ক্রেডিট কার্ডের ওপর এমন অফার দেওয়া হচ্ছে। এই দুই ধরনের ক্রেডিট কার্ড হলো অ্যাক্সিস ব্যাঙ্ক এসিই ক্রেডিট কার্ড এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ফ্রিচার্ড ক্রেডিট কার্ড। যদি কোন গ্রাহক তার সমস্ত বিল এই দুই ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে পেমেন্ট করে থাকেন তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন।
Google Pay ইউপিআই অ্যাপ ব্যবহার করে যে সকল গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কের এই দুই ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্ট করবেন তারা পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাবেন। জোমাটো, সুইগি ও ওলার মতো পরিষেবার ক্ষেত্রে পেমেন্ট করা হলে চার শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এছাড়াও শপিং করার জন্য ২ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে আরও একগুচ্ছ দুর্দান্ত অফার।