রাজ্যের এই ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বইবে লু

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভালই ভালই কেটেছে মার্চ মাস, তবে এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ (Heatwave)। বর্তমানে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার অবস্থা এইরকম। দিন কয়েক ধরে তাপমাত্রার পারদ তরতরিয়ে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এখন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। কোন কোন জেলায় আবার এই তাপমাত্রা ৪০ ডিগ্রী পার করেছে। এবার হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে আরও কঠিন পরিস্থিতির কথা জানানো হলো।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজই ছুঁয়ে যেতে পারে ৪০ ডিগ্রি। জেলাগুলির তাপমাত্রা বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আরও বেশি দেখা যাবে।

Advertisements

এর পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বুধবার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজ্যের অন্ততপক্ষে ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি লু বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রাজ্যের এই ৭ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের যে ৭ জেলার জন্য এমন কমলা সর্তকতা জারি করা হয়েছে, সেই সাতটি জেলা হলো কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। যদিও পূর্ব মেদিনীপুরের সব জায়গায় তাপপ্রবাহের সর্তকতা নেই। কিছু কিছু জায়গার ক্ষেত্রে এমন সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও এমন সর্তকতা রয়েছে।

Advertisements