নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময়ে দীঘা (Digha) সমুদ্রতটে বিভিন্ন জায়গা থেকে এসে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা মোটামুটি সব মরশুমেই পর্যটকরা এখানে আসেন। যে কারণে দীঘা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের প্ল্যান করার জন্য নির্দিষ্ট কোন সময় থাকে না। তবে বর্তমানে যদি কারো দীঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাহলে তাকে তা ভুলে যেতে হবে।
বর্তমান পরিস্থিতিতে যারা দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের এই পরিকল্পনা বাতিল করতে হবে মূলত বেশ কয়েকটি কারণে। এখন যদি কেউ দীঘা যান তাহলে তিনি সমুদ্রতটের মজা নিতে পারবেন না। এর মূলে রয়েছে তাপপ্রবাহ (Heatwave)। দিন কয়েক ধরেই রাজ্যের অধিকাংশ জেলাতেই তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর সেই তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার ফলেই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় যেমন তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরও (East Medinipur)। এমনকি পূর্ব মেদিনীপুরের সমুদ্রতট এলাকায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ লাগাম ছাড়া লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রার পারদ লাগাম ছাড়া হওয়ার পাশাপাশি বইছে লু।
বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যদি কেউ দীঘা যান তাহলে দিনের বেলায় সমুদ্রে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার দীঘা পুলিশ প্রশাসনের তরফ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়। যেখানে বলা হয় পর্যটক, বাসিন্দা এবং ব্যবসায়ীরা খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে ছাতা, টুপি ইত্যাদি ব্যবহার করবেন।
বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে দীঘার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দীঘা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। পরবর্তীতে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে। তবে তাপমাত্রার সর্বোচ্চ সীমা ৩৮ ডিগ্রির কাছাকাছিই থাকবে।