বঙ্গ সফরে অমিত শাহের সেরা ডায়লগ ‘কা ডা রা রা ফুঁস’! এর অর্থ কী!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চৈত্র সংক্রান্তের চাঁদিফাটা রোদে সভা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। শুক্রবার সিউড়িতে ছিল বিজেপির একটি জনসভা। যেখানে ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রার মধ্যেও সভা করতে দেখা যায় অমিত শাহকে আর কাতারে কাতারে ভিড় জমাতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।

Advertisements

অমিত শাহের এই জনসভা ছাড়াও বঙ্গ সফরে একাধিক কর্মসূচি ছিল তার। যেমন প্রথমেই তিনি ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন, সিধু কানহুর প্রতিকৃতিতে মাল্যদান, জনসভা এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন, বৈঠক। এই সমস্ত কর্মসূচি সেড়ে তিনি কলকাতায় আসেন এবং সেখানে দক্ষিণেশ্বরে পুজো দেন। এছাড়াও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে গোপন বৈঠক সারেন।

Advertisements

অমিত শাহ শুক্রবার সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশন স্কুলের ময়দানে জনসভা করার সময় ফের একবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি তা দীর্ঘ কন্ঠে জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য টার্গেট বেঁধে দেন। ২৪-এর লোকসভা নির্বাচনে অমিত শাহ ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দেন। পাশাপাশি তিনি জানান ২৪ শে যদি বাংলার মানুষ বিজেপিকে ৩৫টি আসন উপহার দেন তাহলে ২৫ এর মধ্যেই রাজ্যের তৃণমূল সরকার পড়ে যাবে।

Advertisements

এই টার্গেট এবং তৃণমূল সরকার পড়ে যাওয়ার প্রসঙ্গে বলতে গিয়েই অমিত শাহ বলেন, “২৪ শে ৩৫টি আসন দিন। আমি বলছি ২৫-এর (২০২৫) দরকার হবে না। ২৫-এর মমতা দিদির সরকার কা ডা রা রা ফুঁস হয়ে যাবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন সুবক্তা। বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখার সময় তাকে বিভিন্ন ধরনের মজার মজার কথা বলতে শোনা যায়। ঠিক সেই রকমই এবারের বঙ্গ সফরে তার সেরা ডায়লগ হলো এই ‘কা ডা রা রা ফুঁস’। এই ডায়লগের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপি যদি ২০২৪ লোকসভা নির্বাচনে ৩৫ টি আসন পায় তাহলে ২০২৫ সাল আসার আগেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

Advertisements