নিজস্ব প্রতিবেদন : জন্মদিন হোক অথবা বিবাহ বার্ষিকী অথবা প্রিয়জনদের কোন শুভ দিন। প্রত্যেক ক্ষেত্রেই বিশেষ বিশেষ উপহার দিতে দেখা যায় কাছের মানুষকে। আর এখন কাছের মানুষকে উপহার দেওয়ার ক্ষেত্রে কত কয়েক বছর ধরে চাঁদে জমি (Land In Moon) কেনার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছিল। চাঁদের জমি কেনার এই ট্রেন্ডে পা দিয়েছিলেন ঝাড়গ্রামের বাসিন্দা সুমন্ত মুর্মু।
সুমন্ত মুর্মু ২০২১ সালের ২ জুলাই তাদের প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে স্পেশাল উপহার দিতে গিয়ে চাঁদে এক টুকরো জমি কিনেছিলেন। চাঁদে জমি কেনার সেই দলিল তুলে দিয়েছিলেন তার স্ত্রী মার্থারের হাতে। আর সেই জমি কিনে দেওয়ার পর এখন বরবাদ হয়ে গেলেন ঝাড়গ্রামের ওই যুবক। ঠিক কি ঘটেছে ওই যুবকের সঙ্গে?
২০২১ সালের ২ জুলাই যখন সুমন্ত মুর্মু চাঁদে এক টুকরো জমি কিনেছিলেন সেই সময় ডলারের দাম অনুযায়ী ভারতীয় মুদ্রায় তার খরচ হয়েছিল ৩২৪০ টাকা। ওই যুবক কড়কড়ে সেই টাকা গুণে দিয়েছিলেন। কিন্তু এখন কি জানতে পারছেন জানেন! এখন জানা গেল আইন অনুসারে চাঁদে নাকি জমি কেনা যায় না।
আউটার স্পেস ট্রিটি, ১৯৬৭ মোতাবেক চাঁদে জমি কেনা সম্ভব নয়। এটি একটি চুক্তি এবং এই চুক্তি হয় মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেনের মধ্যে। যাতে স্বাক্ষর রয়েছে ভারতেরও। এই আইন অনুসারে স্পষ্ট যে সুমন্ত এবং মাথা কোনদিন তাদের চাঁদের এক টুকরো জমি নিজেদের বলতে পারবেন না। এই চুক্তি থেকে স্পষ্ট আক্ষরিক অর্থে প্রতারণার শিকার হয়েছেন সুমন্ত মুর্মু।
যদিও সুমন্ত মুর্মু এই বিষয়টিতে খুব একটা লাভ ক্ষতি দেখতে চান না। তার কথা অনুযায়ী, বিনোদনের জন্য আমরা বিভিন্ন সময় হাজার হাজার টাকা খরচ করে থাকি। আর এই উপহারের ক্ষেত্রে এই সার্টিফিকেট তারা যতদিন দেখবেন ততদিন সুখ স্মৃতি তাজা হয়ে উঠবে।