তাপপ্রবাহ, লু, নাজেহাল জনজীবন! কবে মিলবে মুক্তি! কি জানাচ্ছে হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই যেভাবে বাংলার তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাতে জনজীবন নাজেহাল হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কোথাও শান্তি নেই। দিনের বেলায় তো বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। তবে কাজের তাগিদে বাড়ি থেকে বের হতে হচ্ছে।

Advertisements

হাওয়া অফিসের থেকে পাওয়া আপডেট থেকে জানা গিয়েছে, পয়লা বৈশাখ শনিবার রাজ্যের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি বেশি। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭°, স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি এদিনের তাপমাত্রা।

Advertisements

শনিবার শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। দিঘার তাপমাত্রা তুলনামূলক কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। দিঘার এই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ছিল ৩ ডিগ্রি বেশি। বাকি রাজ্যের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও একই রকম অবস্থা রয়েছে।

Advertisements

এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে এই প্রশ্ন রাজ্যের প্রতিটি মানুষের মধ্যেই। তবে শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে আপাতত আসার আলো নেই বলেই জানা যাচ্ছে। হাতেগোনা কয়েকটি জেলা তাপপ্রবাহ এবং লুয়ের পরিস্থিতি থেকে রক্ষা পাবে। অস্বস্তিকর পরিস্থিতি কোনভাবেই এখন কাটবে না।

হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, অধিকাংশ জেলাতেই বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বুধবারের পর তাপপ্রবাহের পরিস্থিতি কাটলেও শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। এমনকি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

Advertisements