নিম্নচাপ অক্ষরেখার প্রভাব বাংলায়, বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি জানালো হাওয়া অফিস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের। অধিকাংশ জেলায় দিন কয়েক ধরেই তাপপ্রবাহ দেখা যাচ্ছে। তাপপ্রবাহের এই পরিস্থিতি থেকে এখন নিস্তার পেতে চাইছেন আমজনতা। তবে নিস্তার কি মিলবে তা নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাসের (Weather Update) দিকেই বারবার চোখ রাখছেন রাজ্যের বাসিন্দারা।

Advertisements

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রী বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। কলকাতার অবস্থা যেমন তেমন, তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার অবস্থা আরও সংকটজনক। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ৪২° পার করেছে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ জুড়ে আগামী ২০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ২০ তারিখের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এত আগে থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া খুব কঠিন। এমন পরিস্থিতিতে আবহাওয়ার উপর নজর রাখার কথা বলা হয়েছে।

Advertisements

অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়তে শুরু করেছে। এর ফলে আপাতত বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। আবার এর জেরে স্বস্তির পরিবর্তে অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে তাপমাত্রা সামান্য কমলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টির জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়ে থাকে সেই পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে না রাজ্যে। এই পরিস্থিতিতে আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তর-পশ্চিম থেকে আসা গরম হওয়া তাপমাত্রা বৃদ্ধি করছে। তবে সামান্য জলীয়বাষ্প ঢোকার ফলে যে ঠোঁট ফাটছিল তা আর ফাটবে না, তবে ঘাম বাড়বে।

Advertisements