চাঁদিফাটা রোদ থেকে মিলবে রেহাই, বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যেভাবে দিন দিন তাপমাত্রার পারদ বেড়ে চলেছে তাতে টেকা দায় হয়ে পড়েছে রাজ্যের বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে প্রত্যেকেই চাতকের মত তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে। দিন কয়েক ধরেই বৃষ্টির দিকে মানুষ তাকিয়ে থাকলেও হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে কোন সুখবর দিতে পারেনি। অবশেষে সোমবার সেই সুখবর দেওয়া হল।

Advertisements

চাঁদি ফাটা রোদ থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাওয়া যাবে এমনই আশ্বাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। খুব তাড়াতাড়ি বাংলার আকাশে মেঘের সঞ্চার হবে এবং নেমে আসবে বৃষ্টি, এমনই বার্তা সোমবার দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের এই বার্তার পর কিছুটা হলেও বাঁচার রসদ খুঁজে পাচ্ছেন আমজনতা।

Advertisements

তবে হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টি নিয়ে আশার আলো দেখানো হলেও আজই বৃষ্টি হবে না এমনই জানা যাচ্ছে। বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও চার দিন। শুক্রবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে শুক্রবার বৃষ্টি হলে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে তা থেকে মুক্তি মিলবে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমের গরম হাওয়া লাগাতার রাজ্যে ঢুকলেও বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে না। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে না। বজ্রগর্ভ মেঘ তৈরি না হওয়ার কারণেই বৃষ্টি অথবা কালবৈশাখীর মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও এই পরিস্থিতি কাটিয়ে শুক্রবার বৃষ্টি নামতে পারে।

বর্তমানে রাজ্যের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০° -র ধারে কাছে রয়েছে অথবা পার করেছে। এছাড়াও শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে রাজ্যজুড়ে। সম্প্রতি নিম্নচাপ অক্ষরেখার জেরে ঘাম হতে শুরু করেছে। এইরকম পরিস্থিতি থেকে রেহাই পেতে আরও চার দিন অপেক্ষা করতে হতে পারে বাংলার মানুষকে।

Advertisements