খুব সহজেই পৌঁছানো যাবে দিঘা, খরচ মাত্র ১৫০ টাকা, নতুন রুটে সরকারি বাস

Updated on:

Advertisements

শীত, গ্রীষ্ম, বর্ষা, দিপুদার দীঘা বাঙালির বেশি ভরসা। বাঙালির কাছে উঠল বাই তো কটক যায় নয়, ইচ্ছা হলেই ছুট সমুদ্রের কাছে। দীঘার অমোঘ টান উপেক্ষা করা সহজ নয় মোটে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির মানুষের কাছে দীঘা যাওয়ার অন্যতম ভরসা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন প্রতিদিন দীঘা যাওয়া আসা করে।

Advertisements

তাছাড়াও ধর্মতলা এবং করুণাময়ী থেকে রয়েছে সরকারি বাস। তবে এবার ব্যারাকপুরবাসীর জন্য সুখবর। মাত্র দেড়শ টাকা। তাতেই কেল্লাফতে। দেড়শ টাকা খরচ করে দীঘা পৌঁছে যেতে পারবেন ব্যারাকপুরের মানুষ। সঙ্গে সংলগ্ন এলাকার আরও কিছু মানুষের সুবিধা হবে। গরমের এই মরশুমে মানুষ যখন নাকাল, তখন এমনই পদক্ষেপ করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এসবিএসটিসি’র পক্ষ থেকে দীঘা যাওয়ার নতুন বাস চালু করা হয়েছে।

Advertisements

নিউ ব্যারাকপুর পুরসভা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেলঘড়িয়া ডিপোর উদ্যোগে এই পরিষেবা শুরু করা হয়েছে। পুনরায় এই পরিষেবা চালু হওয়ার ফলে উপকৃত হবেন নিউ ব্যারাকপুর এলাকার মানুষজন। নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার উপস্থিতিতে এই পরিষেবার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়েছে নিউ ব্যারাকপুর দীঘা বাস চলাচল। এর ফলে অনেক কম সময়ে কম খরচে দীঘা পৌঁছে যেতে পারবেন ওই এলাকার বাসিন্দারা।

Advertisements

ছুটির দিনে অনেকেই ঢুঁ মারতে চান দিঘায়। কিন্তু, অনেক সময় তাঁরা বাস বা গাড়ির সমস্যায় পরিকল্পনা পিছিয়ে দিতে বাধ্য হন। কিন্তু, এবার এই সমস্যার সমাধান হয়েছে। ১৩ এপ্রিল থেকে নিয়মিত এই বাস সকাল ছ’টা ৪৫ মিনিটে ছাড়ছে নিউ ব্যারাকপুর থানা সংলগ্ন কৃষ্টি হলের সামনে থেকে। এয়ারপোর্ট ৩ নং গেট, মাঠকল, নন্দকুমার হয়ে পৌঁছে সরকারি এই বাসটি পৌঁছে যাবে দিঘায়।

উল্লেখ্য, নিউ ব্যারাকপুর থেকে দিঘা বাস পরিষেবা ২০১৮ সালে চালু হয়েছিল। কিন্তু, ২০১৯ সালে চোখ রাঙাতে শুরু করে করোনা। আর সেই সময় লকডাউনের একটা বড় প্রভাব পড়েছিল। দোকানপাঠ, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়। সেই সময় নিউ ব্যারাকপুর থেকে দিঘার এই বাস পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পুনরায় তা চালু হয়েছে।

Advertisements