নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিরোনামে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা (JibanKrishna Saha)। তিনি শিরোনামে এসেছেন মূলত নিজের পায়ে কুড়ুল মেরেই। এমনিতেই উত্তরাধিকার সূত্রে কোটি কোটি টাকার মালিক তিনি। তবে এরপরেও তার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা যেদিন তার বাড়িতে হানা দেন সেদিন তিনি ফোন দুটি পুকুরে না ফেললে গ্রেফতার হতেন না বলেও জানা যাচ্ছে।
কোটি কোটি টাকার মালিক জেনেও জীবন কৃষ্ণের ঠিক কত টাকা রয়েছে, তা জানতে চরম কৌতুহল দেখা যাচ্ছে নেট নাগরিকদের। ঢুঁ মারতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এমত অবস্থায় জানা গেল ঠিক কত টাকার মালিক বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। জানা গেল কিভাবে তার প্রতিপত্তি মুহূর্তে মুহূর্তে বৃদ্ধি পেয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করে জয়ী হোন জীবনকৃষ্ণ সাহা এবং বিধায়ক হন। সেই সময় তৃণমূলের টিকিটের নমিনেশন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে জমা দিয়েছিলেন হলফনামা। যেখানে তিনি জানিয়েছেন, ২০১৯-২০ সালে তিনি মোট ৫ লক্ষ ৪১ হাজার ৭৪০ টাকা এবং তাঁর স্ত্রী টগরী সাহা ৪ লক্ষ ৩১ হাজার ৪৯০ টাকার আয়কর রিটার্ন জমা করেছেন। আয়কর রিটার্নেরই পরিমাণ যেখানে প্রায় ১০ লক্ষ টাকা সেখানে রোজগারের পরিমাণ কত হতে পারে তা টের পেতে অসুবিধা হয় না।
২০২১ সালের হলফনামা অনুযায়ী, জীবনকৃষ্ণ সাহার মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। যেগুলিতে জমা থাকা টাকার পরিমাণ যথাক্রমে ৫ লক্ষ, ৫ লক্ষ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লক্ষ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লক্ষ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা, ২ লক্ষ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লক্ষ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা।
একইভাবে জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ ছিল হলফনামায়। যেগুলিতে জমা থাকা রাশির পরিমাণ যথাক্রমে ১৪ লক্ষ ৬০ হাজার ১০১ টাকা, ১ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা।
জীবনকৃষ্ণ সাহার নামে যে সকল গাড়ি হলফনামায় উল্লেখ করা হয়েছিল সেগুলি হল ৬ লক্ষ ৩৫ হাজার টাকার একটি স্করপিও, ৬ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফ্ট ডিজায়ার, ২ লক্ষ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজের বাইক।
বিধায়কের নামে থাকা সোনার পরিমাণ ১৫ গ্রাম, যার বাজার মূল্য ৬৮ হাজার ৮৫০ টাকা। স্ত্রীর নামে থাকা সোনার পরিমাণ ৬০ গ্রাম, যার বাজার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে তার এবং তার স্ত্রীর। ২০২১ সালে হলফনামায় জীবনকৃষ্ণ সাহা তার মোট সম্পত্তির পরিমাণ হিসাবে যা উল্লেখ করেছেন তা হল তাঁর ১ কোটি ৫ লক্ষ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা এবং তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৬ লক্ষ ২৯ হাজার ২০১ টাকা।