নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন। ভারতীয় রেল প্রতিদিন ১০ হাজারের বেশি ট্রেন চালিয়ে থাকে। যাত্রীবাহী এই সকল ট্রেন প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। তবে এই ১০ হাজারের বেশি ট্রেনের মধ্যে এমন কিছু ট্রেন রয়েছে যেগুলি ভারতীয় রেলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে বিবেচিত হয়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনগুলির মধ্যে অনেকেই এখন বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat) ভেবে থাকেন। কিন্তু জানলে অবাক হবেন বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও আরও ৫ রকমের ট্রেন রয়েছে যেগুলি ভারতীয় রেলের কাছে আরও গুরুত্বপূর্ণ। কোন কোন ট্রেনকে গুরুত্বপূর্ণ ট্রেন হিসাবে রেল বিবেচনা করে থাকে সেই তালিকা সামনে এসেছে।
১) রাষ্ট্রপতি এবং দেশের ভিভিআইপিদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানো হয়। গুরুত্বপূর্ণ এই ট্রেনকে বলা হয় রাষ্ট্রপতি বা ভিভিআইপি ট্রেন।
২) জরুরি অবস্থা বা দুর্ঘটনার পরে রেল গুরুত্বপূর্ণ ট্রেন চালিয়ে থাকে। রেলের কাছে গুরুত্বপূর্ণ এই ট্রেনের নাম এআরএমই ট্রেন।
৩) রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস ভারতীয় রেলের কাছে গুরুত্বপূর্ণ ট্রেন হিসাবে বিবেচিত হয়। এগুলিকে সুপারফাস্ট ট্রেন বলা হয়ে থাকে।
৪) দেশের এক অংশ থেকে অন্য অংশে ছুটে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকেও ভারতীয় রেল গুরুত্বপূর্ণ ট্রেন হিসাবে বিবেচিত করে থাকে। এগুলি মেল বা এক্সপ্রেস ট্রেন হিসাবে গণ্য হয়।
৫) সামরিক কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রেনের ব্যবহার করা হয়ে থাকে তা হলো সামরিক ট্রেন। এই ট্রেন ভারতীয় রেলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন।