এবার সুখবর দিল শিলচর বিমানবন্দর (Shilchor Airport) কর্তৃপক্ষ। এবার থেকে অ্যালায়েন্স এয়ার (Alliance Air) এই বিমান চালাবে শিলচর থেকে কলকাতা পর্যন্ত (Kolkata Shilchor Flight)। সেই খবরে খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে সপ্তাহে নাকি তিন দিন শিলচর থেকে কলকাতা রুটে বিমান চালাবে অ্যালায়েন্স এয়ার।
শিলচর অসমের (Aasam) একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এই শহর অবস্থিত বরাক নদীর দক্ষিণে তীরে। জনসংখ্যা ও পৌরসভার দিক থেকে এটাই অসমের দ্বিতীয় বৃহত্তম শহর। শিলচর বিমানবন্দরে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানানো হয়েছে। সেই কারণে সপ্তাহে তিন দিন শিলচর থেকে কলকাতা রুটে বিমান চালাবে অ্যালায়েন্স এয়ার (Alliance Air)।
এর আগেও শিলচর থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান চালাত স্পাইস জেট (SpiceJet)। কিন্তু তারা এই বিমান বন্ধ করে দেয়। গত বছর ডিসেম্বর মাস থেকে (ইন্ডিগো) IndiGo শিলচর এবং কলকাতার মধ্যে দৈনিক সরাসরি বিমান চালাচ্ছে। আর আগামী সোমবার থেকেই এই লাইনে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতা থেকে আসা বিমান শিলচরে নামছে সকাল ৮টা ২০ মিনিটে। সেটি আবার সকাল ৮টা ৫৫ মিনিটে কলকাতার জন্য উড়ে আসছে শিলচর থেকে।
আর এবার এই লাইনে বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে সুবিধা পাবেন সেখানের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পর্যটকরাও। জানানো হয়েছে, শিলচর থেকে কলকাতা বিমান (ফ্লাইট নম্বর ৯।৭৪১/৭৪২) চলাচল করবে। সোমবার, বুধবার এবং শুক্রবার এই তিন দিন ওই এয়ার লাইনে বিমান চলবে বলে জানা গেছে। নতুন করে কলকাতা শিলচর বিমান পরিষেবা (Kolkata Shilchor Flight) চালু হওয়ায় সাধারণ যাত্রী থেকে পর্যটক মহলে একটা খুশির বাতাবরণ লক্ষ্য করা গেছে।
ওই বিমান চলবে ইম্ফল হয়ে ডিমাপুর পর্যন্ত। আসলে শিলচরের সঙ্গে যোগাযোগ বাড়ছে ডিমাপুর এবং ইম্ফলের। সেই জন্য ইম্ফল হয়ে আইজল পর্যন্তও এই সংস্থা বিমান চালাবে বলে জানিয়েছে শিলচর বিমানবন্দর। শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রের UDAN প্রকল্পের আওতায় এই বিমান চালানো হবে।