তাপপ্রবাহ নাকি বৃষ্টি, শুক্রবার কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যের অধিকাংশ জেলায় চলছে তাপপ্রবাহ (Heatwave)। অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ পার করেছে ৪০ ডিগ্রি। কোন কোন জেলায় তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে শুক্রবার কি রেহাই মিলবে, নাকি একইভাবে দাপাবে তাপমাত্রার পারদ?

Advertisements

আসানসোল : আসানসোলে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৪৩ ডিগ্রির কাছাকাছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী। হাওয়া অফিসের তরফ থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই এলাকায়।

Advertisements

অশোকনগর : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে তাপপ্রবাহের সর্তকতা।

Advertisements

বহরমপুর : দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সর্তকতা।

বাঁকুড়া : বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২° এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

বর্ধমান : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রী। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

কোচবিহার : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। তাপপ্রবাহের কোন সতর্কতা নেই। শুক্রবার কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দীঘা : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩°। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালিম্পং : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সর্তকতা।

হাওড়া : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

কৃষ্ণনগর : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

মালদা : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

মেদিনীপুর : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

মুর্শিদাবাদ : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

পুরুলিয়া : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

শ্রীনিকেতন : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

সুন্দরবন : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি।

শিলিগুড়ি : শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements