Viral Video: জলের জন্য দৌঁড়ে বেড়াচ্ছিল পায়রা, হাতায় করে জল খাওয়ালো খুদে

Antara Nag

Published on:

Advertisements

কথায় আছে শিশুদের মধ্যে ভগবান বিরাজ করেন। তাই তাদের মধ্যে মায়া মমতাও বেশি থাকে। তার উদার মন কেঁদে উঠেছিল একটা পিপাসার্ত পায়রাকে দেখে। ছেলেটি দেখেই বুঝেছিল, পাখিটা খুব তৃষ্ণার্ত। কিন্তু পায়রাটিকে জল দেওয়া হবে কিভাবে জানলা যে চারিদিক থেকে ঘেরা। যে সামান্য ফাঁক পেয়েছে সেটা থেকেই হাতায় করে সে আসতে আসতে করে জল খাইয়ে দিচ্ছে তৃষ্ণার্ত পায়রাটিকে। সেই ভিডিয়ো দেখেই গোটা নেটদুনিয়া বিগলিত হয়ে পড়েছে। ছোট ছেলেটির মন খুবই বড় তা দেখে অবাক হয়েছেন নেটিজ়েনরা। ভিডিওটি তৎক্ষণাত ভাইরাল (LinkedIn Video) হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে।

Advertisements

এই ভিডিয়োটি (LinkedIn Video) সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন লিঙ্কডইনে জামাল এম সুলতান নামের এক ব্যক্তি। তিনি এটাও জানিয়েছেন যে, এই ভিডিয়ো তাঁর তোলা নয়। একটা ছোট্ট ছেলে যে একটা প্রাণীর প্রতি কতটা সদয় হতে পারে ভিডিওটি তারই প্রমাণ। তিনি ওই ভিডিয়োর ক্যাপশনে আরও লিখছেন, ছোট্ট ছেলেটির হৃদয় সত্যিই মহান। তীব্র গরমে যখন মানুষ থেকে শুরু করে পশু-পাখির বেঁচে থাকা দুষ্কর, তখন সেই ছেলেটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি তৃষ্ণার্ত পায়রার প্রতি। আপনার পোষ্য হোক কিংবা দূর থেকে আসা কেউ, সবার প্রতি আপনাকে সদয় হতে হবে।

Advertisements

ভিডিয়োটিতে (LinkedIn Video) দেখা যাচ্ছে যে,তৃষ্ণার্ত পায়রা কে জল খাওয়ানোর জন্য জানলার একেবারে শেষ প্রান্তে চলে গেছে ছোট্ট ছেলেটি। ছোট্ট ছেলেটির সাথে রয়েছে একটি গ্লাস। কিন্তু একটা গ্লাস থেকে জানলার নিচে বসা পায়রাকে জল কিভাবে খাওয়াবে ছেলেটি? উপায় খুঁজে না পেয়ে হাতা দিয়েই পায়রাটির মুখে ছেলেটি আস্তে আস্তে জল ঢেলে দেয়। এভাবেই তৃষ্ণার্ত পায়রাটিকে জল খাওয়ায় সেই ছোট্ট ছেলেটি।

Advertisements

জামাল নামের ব্যক্তিটি লিঙ্কডইন ব্যবহারকারী এবং সেখানে পশু-পাখিদের জল খাওয়ানোর কিছু টিপসও শেয়ার করেছেন। গরমে পশু পাখিদের কিভাবে একটু স্বস্তি দেওয়া যায় তার দুটি কৌশলও তিনি বলেছেন। প্রথম উপায়টি হলো, এই তীব্র গরমে আপনার ব্যালকনি কিংবা ছাদে একটা বাটিতে করে জল রেখে দিন। পাখিরা সেই জল খেয়ে হাইড্রেটেট থাকতে পারবে। আবার, যখন দেখবেন কোন পাখি দুর্বল অবস্থায় উড়তে পারছে না তখন তাকে অবশ্যই এই গরমে জল খাওয়াবেন।

ছোট ছেলেটির এই সহৃদয় ভিডিও খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় ১৩০০০ এরও বেশি। সাথে রয়েছে ৪০০-রও বেশি কমেন্ট এবং প্রায় ৩০০-র কাছাকাছি ভিডিওটি রিপোস্ট হয়েছে। ক্রমশ বেড়েই চলেছে এই সংখ্যাগুলি। সোশ্যাল মিডিয়ার এই সংখ্যাগুলি প্রমাণ করে দেয় ছোট্ট ছেলেটি আসলে উদার মনের কারণে নেটিজেনরা কি পরিমাণে খুশি।

Advertisements