PM কিষাণ যোজনায় ২ হাজারের বদলে ৪ হাজার! কাদের কপালে জুটবে ডবল টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের মেরুদন্ড হলো কৃষি ব্যবস্থা। আর এই কৃষি ব্যবস্থায় যাদের হাত ধরেই ফসল ফলে তারা হলেন চাষী ভাইয়েরা। এই সকল চাষীরা রাত দিন পরিশ্রম করে মানুষের মুখে অন্ন জোটাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান হিসাবে কখনো তারা উপযুক্ত পারিশ্রমিক পান আবার কখনো পান না। এই নিয়ে বছরের পর বছর ধরে নানান অভাব অভিযোগ রয়েছে।

Advertisements

তবে এসবের মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের এই সকল চাষী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। চাষী ভাইদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan)। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। চার মাস অন্তর অন্তর দু’হাজার টাকা করে কিস্তিতে এই টাকা দেওয়া হয়।

Advertisements

এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে ১৩ টি কিস্তি দেওয়া হয়েছে এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কৃষকদের। এবার ১৪ তম কিস্তি দেওয়া হবে। ১৪তম কিস্তিতেও ২০০০ টাকা দেওয়া হবে কৃষকদের। তবে অনেক কৃষক রয়েছেন যারা এবার ২০০০ টাকার বদলে পাবেন ৪০০০ টাকা।

Advertisements

জানা যাচ্ছে, অনেক কৃষক রয়েছেন যারা ১৩ তম কিস্তিতে টাকা পাননি। বিভিন্ন কারণে তাদের টাকা আটকে যায়। যে সকল কৃষকদের টাকা ১৩ তম কিস্তিতে আটকে গিয়েছিল তারা এবার ১৪ তম কিস্তিতে ডবল টাকা পাবেন। মূলত ভেরিফিকেশন সংক্রান্ত কাজ বাকি থাকার কারণেই অনেকের টাকা আটকে গিয়েছিল ১৩ তম কিস্তিতে।

পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকা যে সকল কৃষকদের টাকা ১৩ তম কিস্তিতে আটকে গিয়েছিল তাদের মধ্যে যারা ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ সেরে ফেলেছেন তাদের ১৪ তম কিস্তিতে দুই কিস্তির টাকা একসঙ্গে মিটিয়ে দেওয়া হবে। এমনকি যে সকল কৃষকরা ১৪ তম কিস্তিতে ৪০০০ টাকা পাবেন তাদের তালিকা দেখে নেওয়া যাবে pm কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটের ফার্মার কর্নারে গিয়ে বেনেফিসিয়ারি স্ট্যাটাস অপশনে।

Advertisements