নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) দিন দিন সেজে উঠছে। বন্দে ভারত (Vande Bharat) থেকে বুলেট ট্রেন (Bullet Train), বন্দে মেট্রো (Vande Metro), র্যাপিড ট্রেন (Rapid Train) সহ আরও কত ট্রেন ভারতীয় রেলের তালিকায় নাম লেখাচ্ছে। দিন দিন ভারতীয় রেল পরিষেবা উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
ভারতীয় রেলের এমন উন্নতির সবথেকে বড় প্রয়াস হিসাবে যাকে ধরা হয় তা হল বন্দে ভারত এক্সপ্রেস। কারণ এই ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ট্রেনটি স্বপ্ন দেখাচ্ছে দেশের আপামর মানুষকে। ইতিমধ্যেই এই ট্রেন দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রুটে যাতায়াত শুরু করেছে। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের প্রতিটি কোনায় বন্দে ভারত পৌঁছে দেওয়ার।
দেশের বিভিন্ন রুটের পাশাপাশি ইতিমধ্যেই বাংলায় একটি বন্দে ভারত যাতায়াত করছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ওই বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ছয় দিন যাতায়াত করে। তবে আরও একাধিক বন্দে ভারত এক্সপ্রেস বাংলার বুকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। পূর্ব রেল বিভিন্ন রুটে বন্দে ভারত চালাতে প্রস্তুত বলে জানিয়েছে।
বাংলায় নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে সেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলতে পারে হাওড়া থেকে পুরি, হাওড়া থেকে রাঁচী অথবা হাওড়া থেকে পাটনা রুটে। সম্ভাব্য এই সকল রুটের কথা সামনে আসার পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসটিও খুব তাড়াতাড়ি চালু হবে এমনটাও জানা যাচ্ছে।
এর পাশাপাশি জানা গিয়েছে, যদি বাংলার পরবর্তী বন্দে ভারত হাওড়া থেকে রাঁচি যাতায়াত করে তাহলে সেই ট্রেনটি খড়গপুর, টাটানগর, পুরুলিয়া হয়ে রাঁচি যাতায়াত করবে। তবে হাওড়া পুরী রুটে সারা বছরই যাত্রীসংখ্যা বেশি থাকার কারণে এই রুটটিতেই পরবর্তী বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনা জোরালো।