নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ নাগরিকদেরই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। তবে অনেকেরই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (Aadhaar Link) নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক পুরোপুরিভাবে বাধ্যতামূলক ঘোষণা করা না হলেও অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আধার নম্বর চেয়ে থাকে ব্যাঙ্কগুলি।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, আর যাদের এই ধরনের লিঙ্ক নেই তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হন। যেমন কোন সরকারি প্রকল্পের সাবসিডি, রান্নার গ্যাসের জন্য পাওয়া সাবসিডি পাওয়া যায় না যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে। এছাড়াও সরকারের তরফ থেকে কোন টাকা দেওয়া হয়ে থাকলে সেই টাকা ততক্ষণ না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যতক্ষণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হবে।
সুতরাং এই সকল বিভিন্ন ধরনের সুবিধা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক না হলেও করিয়ে রাখা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন উঠতে পারে, আধার লিঙ্ক করানোর জন্য কি তাহলে ফের ব্যাংকের শাখায় গিয়ে লাইন দিতে হবে? একদমই না। বর্তমানে যে সকল বন্দোবস্ত এসেছে তাতে মাত্র দু’মিনিটে আপনি বাড়ি থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন।
এর জন্য প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনে আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। মোবাইল অ্যাপ ডাউনলোড করার পর তাতে সাইন ইন করতে হবে।
এরপর অ্যাপের হোমপেজে থাকা মাই অ্যাকাউন্ট সেকশন অথবা মেনুতে পাওয়া যাবে View/Update Aadhaar Details নামের একটি বিকল্প। সেখানেই নিজের আধার নম্বর দিতে হবে এবং সাবমিট করে দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে।