মে মাসে ১২ বন্ধ থাকবে ব্যাঙ্ক, হয়রানির শিকার না হতে দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য যেকোনো চাকুরীজীবীদের মত ব্যাঙ্ক কর্মীরা প্রতিমাসেই ধর্মীয় অথবা সামাজিক কোনো অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে ছুটি পেয়ে থাকেন। ওই দিনগুলিতে ব্যাঙ্কের (Bank) শাখা বন্ধ থাকে। তবে ব্যাংক যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতিমাসেই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। যাতে করে গ্রাহকদের ছুটির দিনে ব্যাংকের শাখা থেকে ঘুরে আসতে না হয় এবং হয়রানির শিকার হতে না হয়।

Advertisements

প্রতি মাসের মতো মে মাসে ব্যাংক কর্মীরা মোট ১২ দিন ছুটি পাবেন। এই ১২ দিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন অনুষ্ঠানের জন্য ছুটি রয়েছে। এর পাশাপাশি ছুটি রয়েছে প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। ১২ দিনের মধ্যে পড়ছে ৪টি রবিবার। এই ১২ দিন অযথা ব্যাংকের শাখায় গিয়ে যাতে হয়রানি না হয় তার জন্য তালিকা দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

Advertisements

১ মে (সোমবার) : মে দিবস এবং মহারাষ্ট্র দিবস উপলক্ষে দেশের সব ব্যাঙ্কেই ছুটি।

Advertisements

৫ মে (শুক্রবার) : বুদ্ধ পূর্ণিমার জন্য ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার, গুজরাট, অরুণাচল প্রদেশ ও ছত্তিশগড়ে।

৭ মে : রবিবার। সাধারণ ছুটি।

৯ মে (মঙ্গলবার) : রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় মিলবে না ব্যাঙ্কিং পরিষেবা।

১৩ মে : মাসের দ্বিতীয় শনিবার।

১৪ মে : রবিবার। সাধারণ ছুটি।

১৬ মে (মঙ্গলবার) : সিকিমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২১ মে : রবিবার। সাধারণ ছুটি।

২২ মে (সোমবার) : মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানে।

২৪ মে (বুধবার) : নজরুল জয়ন্তীর জন্য ত্রিপুরায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

২৭ মে : মাসের চতুর্থ শনিবার।

২৮ মে : রবিবার। সাধারণ ছুটি।

Advertisements