হাওড়া ডিভিশনে টানা ১০ দিন বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন, ফের ভোগান্তির আশঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর দেশের মানুষ এতটাই নির্ভর হয়ে দাঁড়িয়েছেন যে কোন কারণে রেল পরিষেবার স্তব্ধ হয়ে গেলেই ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। তবে উপায় নেই, কারণ নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে এদেরকে বিভিন্ন সময় রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়।

Advertisements

সেরকমই এবার ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য বেশ কিছু রুটে ট্রেন আংশিকভাবে বাতিল করা হচ্ছে। মে মাসের শুরু থেকেই টানা ১০ দিন এই কাজ চলবে এবং সেই ১০ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। রাজ্যের অন্যতম ব্যস্ত ডিভিশন হাওড়া ডিভিশনে (Howrah Division) এমন কাজ চলার কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

টানা ১০ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকার ফলে সংশ্লিষ্ট রুটগুলিতে অন্যান্য যে সকল ট্রেন রয়েছে সেগুলিতে অতিরিক্ত চাপ পড়বে। এই পরিস্থিতিতে ভিড়ের কথা মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রীদের বের হওয়া অথবা অন্য কোন পরিবহনের কথা ভাবা দরকার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisements

যে সকল লোকাল ট্রেন বাতিল থাকবে

হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫।

পাণ্ডুয়া থেকে বাতিল থাকবে ৩৭৬১৪।

বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৭৮৩৪, ৩৭৮৪০।

তারকেশ্বর থেকে বাতিল থাকবে ৩৭৩৫৪।

গুড়াপ থেকে বাতিল থাকবে ৩৬০৭২।

শ্রীরামপুর থেকে ট্রেন থাকবে ৩৭০১২।

আপাতত পূর্ব রেলের তরফ থেকে এই সকল লোকাল ট্রেনগুলি বাতিল থাকার বিষয়ে জানানো হয়েছে। তবে পরবর্তীতে আর কোন ট্রেন বাতিল করা হলে তা আগাম রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

Advertisements