Reliance: টেলিকমের পর এবার আরও বড় পদক্ষেপ, এই বাজারটিও দখল করবে Reliance

Prosun Kanti Das

Published on:

Advertisements

সম্প্রতি ভারতীয় বাজারে বৃদ্ধি পেয়েছে খেলনার চাহিদা। দেশে তৈরি খেলনা বিদেশে রফতানি করে ব্যাপক উন্নতি লাভ করছে ভারত। বর্তমানে দেশের অভ্যন্তরে খেলনা খাতে বিশেষ উন্নতি দেখা গিয়েছে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, এহেন পরিস্থিতিতে রিলায়েন্স (Reliance) রিটেল খেলনার এই চাহিদা মেটাতে খেলনার স্থানীয় উৎপাদনের জন্য হরিয়ানা ভিত্তিক সংস্থার সঙ্গে একটি যৌথ উদ্যোগে প্রবেশ করেছে। এই পদক্ষেপ ভারতের খেলনা খাতে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।

Advertisements

ভারতের সবথেকে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন ব্র্যান্ডটি এখন জনপ্রিয় ব্রিটিশ খেলনা ব্র্যান্ড হ্যামলেস এবং ঘরে তৈরি খেলনা ব্র্যান্ড রোয়ানের মালিক। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স (Reliance) রিটেল তাদের খেলনা ব্যবসাকে আরও উন্নত করার জন্য সোনিপত, হরিয়ানা ভিত্তিক সার্কেল ই-রিটেলের সঙ্গে একটি যৌথ উদ্যোগ গঠন করেছে। আম্বানি ভারতীয় খেলনার বাজারে নিজের জায়গা প্রতিষ্ঠা করবে বলে এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

রিলায়েন্স (Reliance) রিটেলের সিএফও দীনেশ তালুজা গত সপ্তাহে বলেন যে, খেলনা ব্যবসাকে সংহত করবে বলে এবং উৎপাদনের জন্যই তাদের সংস্থা ই- রিটেলের সাথে যৌথ উদ্যোগ নেয়। এই কোম্পানিটি বর্তমানে ডিজাইন থেকে শেলফ পর্যন্ত সমস্তরকম প্রক্রিয়াগুলিকে একীভূত করার জন্য একটি কৌশল নিয়ে কাজ করছে। এতে রিলায়েন্স রিটেলের খেলনা খাতের সমস্ত দিকগুলি নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। খেলনার ডিজাইনিং এবং তৈরি থেকে শুরু করে জিনিসের খুচরা বিক্রয় পর্যন্ত সবক্ষেত্রেই রিলায়েন্স বিশেষ সুবিধা লাভ করবে। পরবর্তিকালে তৃতীয় পক্ষের নির্মাতাদের উপর নির্ভরতা কমাতেও এই পদক্ষেপ রিলায়েন্সকে সাহায্য করবে।

Advertisements

রিলায়েন্স (Reliance) এর নতুন উদ্যোগটি হ্যামলেস এবং রোয়ান এই দুই খেলনা ব্র্যান্ডের জন্যই সমস্ত চাহিদা পূরণ করবে।এখন এই দুটি খেলনা ব্র্যান্ডের মালিক রিলায়েন্স রিটেল। অন্যদিকে, রিলায়েন্স রিটেল হল বি 2 বি খেলনা সেগমেন্টের একটি প্রধান বিক্রেতা।রোয়ানের মাধ্যমে এটি কাজ করে। সার্কেল ই রিটেলের খেলনা তৈরিতে একটি বিশেষত্ব আছে। হরিয়ানায় রয়েছে এটির একটি আধুনিক উৎপাদন ইউনিট এবং বিশাল পরিসরের মধ্যে খেলনা তৈরি ও বিতরণের লাইসেন্স রয়েছে।

দেশের বড় বড় ব্যবসায় এখন রিলায়েন্স তার আধিপত্য কায়েম করেছে। খেলনার ব্যাপক বাজার দখল করার এটি প্রথম পদক্ষেপ নয়। রিলায়েন্স রিটেল গত বছর তার ব্র্যান্ড রোয়ানকে বি2বি পাইকারি থেকে সাধারণ খুচরা বাজারেও প্রসারিত করেছে। রিলায়েন্স রিটেল আগামী কয়েক বছরের মধ্যে দেশের খেলনার বাজার দখল করার পরিকল্পনা নিয়েছে।

Advertisements