প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ২০২০ সালের ১৫ ই অগাস্ট অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরগ্রহণের পরেও তিনি IPL টুর্নামেন্টে খেলছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। তবে শোনা যাচ্ছে যে, আইপিএল থেকেও অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। প্রকাশ্যে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে গেছে ধোনির সমর্থকদের।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে ধোনি তার ক্রিকেট কেরিয়ার এর শুরুর দিকে খড়গপুরে টিকিট পরীক্ষকের কাজ করতেন। এই ঘটনা সম্পর্কে অনেকেই ভালোভাবে ওয়াকিবহাল। একটি ভিডিয়ো সম্প্রতি নেট দুনিয়াতে খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে টিকিট পরীক্ষক ধোনির অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটি স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে। স্ক্রিনশটটি সত্যি কিনা তা কিন্তু যাচাই করা হয়নি।
মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ততদিনে বিহারের হয়ে অনূর্ধ্ব-১০ এবং কুচবিহার ট্রফি খেলে ফেলেছেন। তার সংসারে ছিল না আর্থিক সসচ্ছলতা, সেই কারণেই তিনি চাকরির খোঁজ শুরু করেছিলেন। তিনি সেকারণেই চলে এসেছিলেন খড়গপুরে। দক্ষিণ পূর্ব রেলওয়ের তৎকালীন ডিভিশনাল ম্যানেজার (DRM) অনিমেষ গঙ্গোপাধ্যায় শুধু যে একজন টিকিট পরীক্ষক চাইছিলেন তা নয়, তার সাথে এমন একজনকে চাইছিলেন যে কিনা টিকিট পরীক্ষকের কাজ করার সাথে সাথে দক্ষিণ-পূর্ব রেলওয়ের ক্রিকেট দলের হয়ে খেলতেও পারেন। ধোনি যে শুধু ভালো TTE ছিলেন তা নয়, পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলওয়ে ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন।
খড়গপুর রেলওয়ে স্টেশনে সারাদিন চলত হাড়ভাঙা খাটনি।তারপর রাতের বেলা ধোনি স্থানীয় অঞ্চলে খেপও খেলতে যেতেন।প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০১ সালের জুলাই মাসে দক্ষিণ-পূর্ব রেলওয়ের টিকিট পরীক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। টিকিট পরীক্ষক হিসাবে ধোনির মাইনে শুনলে আপনি অবাক হবেন। মাত্র ৩,০৫০ টাকা বেতনে পোস্টিং ছিল খড়গপুর রেল স্টেশনে। ২০০৪ সালের জুলাই মাস পর্যন্ত টানা তিন বছর তিনি এই চাকরি করেছিলেন। তারপর ছেড়ে দেন।
ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। একটা গোটা প্রজন্ম বড় হয়েছে তার খেলা দেখেই। ধোনির নেতৃত্বেই ভারতে এসেছে দুই দুইটি বিশ্বকাপ। সাথে তিনি চেন্নাই সুপার কিংসকে ৪ বার জয়ের হাসি হাসিয়েছেন। এই ক্রিকেট অধিনায়ক তার অধিনায়কত্বেই টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়া প্রথমবার শীর্ষস্থান দখল করেছিল। এমন একজন ব্যক্তিকে গোটা ভারত নয় সমগ্র বিশ্ব ভালোবাসবে এটাই স্বাভাবিক।