নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এবং ভারতীয়দের স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই এই ট্রেনটি দেশের বিভিন্ন রুটে যাতায়াত শুরু করেছে। পশ্চিমবঙ্গেও একটি বন্ধে ভারত সপ্তাহে ছয় দিন যাতায়াত করছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। প্রথম বন্দে ভারতের পর এবার বাংলায় দ্বিতীয় বন্দে ভারতের পালা।
দ্বিতীয় বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে পুরী তা নিশ্চিত হয়ে গিয়েছে রেলের তরফ থেকে। শুধু নিশ্চিত নয়, পাশাপাশি দ্বিতীয় এই বন্দে ভারত বাংলায় এসে পৌঁছেছে এবং ট্রায়াল রানে নেমে সফল হয়েছে। দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল রান সফল হওয়ার পর এখন প্রত্যেকের মধ্যেই প্রশ্ন কবে বাণিজ্যিকভাবে হাওড়া পুরি, পুরি হাওড়া যাতায়াত শুরু করবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস।
দেশে আজ পর্যন্ত যে সকল বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে সেই সকল প্রতিটি ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক সেই রকমই হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা তার হাত দিয়েই হবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মতোই সকালবেলায় হাওড়া থেকে ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেবে এবং ওই দিনই হাওড়ায় ফিরে আসবে।
হাওড়া থেকে প্রতিদিন ট্রেনটি রওনা দেওয়ার পর দুপুরবেলায় পৌঁছাবে পুরী এবং দুপুর বেলায় সেখান থেকে রওনা দেওয়ার পর রাতে এসে পৌঁছাবে হাওড়ায়। হাওড়া ও পুরী দুই স্টেশনের মধ্যে থাকা ৫০০ কিলোমিটার দূরত্ব পারাপার করতে ট্রেনটি সময় নেবে সাড়ে ৬ ঘন্টা। ট্রেনটির গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১৩০ কিলোমিটার।
হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস কবে থেকে পাকাপাকি ভাবে যাতায়াত শুরু করবে তা নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নির্দিষ্ট দিনের ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অফিস থেকে সবুজ সংকেত পাওয়ার পরই নির্দিষ্ট দিন ঘোষণা করে দেওয়া হবে। তবে ট্রায়াল রান সফল হওয়ার পর আশা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই পাকাপাকিভাবে যাতায়াত শুরু করবে হাওড়া পুরি বন্দে ভারত।