Traffic Rules: মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সাবধান! পুলিশের এই পদক্ষেপ আপনাকে কাঁদিয়ে ছাড়বে

Prosun Kanti Das

Published on:

Advertisements

পথ দুর্ঘটনা সাধারণত রাতের বেলাতেই বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবেই মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভাবনা বেশি হয়ে থাকে। দুর্ঘটনার প্রবণতা কমানোর জন্যই ট্রাফিক নিয়মে (Traffic Rules) বড় পরিবর্তন আনতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সম্প্রতি কোনও চালক যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করবে ট্রাফিক পুলিশ।

Advertisements

কলকাতা ট্রাফিক পুলিশ বর্তমানে শুধু মদ্যপ চালকই নয়, যারা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবে তাদের ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে পারবে কলকাতা পুলিশ। এই ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে সহায়তা করবে পরিবহণ দফতর। সম্প্রতি বেহালার মতো অন্যান্য আরো অনেক আরটিও নিশ্চিত করেছে যে, ট্রাফিক পুলিশের আবেদনের ওপর ভিত্তি করেই ৭ দিনের মধ্যে লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

Advertisements

ডাইভিং লাইসেন্স নিয়ে লালবাজার যে এসওপি ঠিক করেছে সেই অনুযায়ী, ট্রাফিক পুলিশ (Traffic Rules) ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট আরটিওতে। ওই ব্যক্তির লাইসেন্স আরটিও সাসপেন্ড করবে। উল্লেখ্য যে, আগে পুলিশের হাতে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা ছিল। কিন্তু বর্তমানে একমাত্র পরিবহণ বিভাগ ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে পারবে। লাইসেন্স সাসপেন্ড করার পিছনে মূল উদ্দেশ্য হলো প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো।

Advertisements

কলকাতা পুলিশ এ বিষয়ে জানিয়েছে, এই নীতি অনুসারে প্রথমে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তারপর ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার জন্য আরটিওতে যাবে। ট্রাফিক পুলিশ (Traffic Rules) ইতিমধ্যেই এই প্রচেষ্টা চালু করে দিয়েছে। বুধবার রাত্রিবেলা একজন বিএমডব্লিউ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ওই মত্ত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আরটিও’র কাছে পুলিশ সুপারিশ করেছে।

কলকাতা ট্রাফিক পুলিশের (Traffic Rules) একজন বড় অফিসার বলেছেন যে, যখন কোনো ব্যক্তি মদ্যপান করে গাড়ি চালায় তখন ড্রাইভিং লাইসেন্স এর ন্যূনতম স্থগিতাদেশের সময় তিন মাস এবং সর্বোচ্চ মেয়াদ হল এক বছর। এরূপ অবস্থায় মদ্যপ চালকের ড্রাইভিং লাইসেন্স যাতে আরটিও’র কাছে সর্বোচ্চ সময়ের জন্য স্থগিত থাকে তার জন্য আবেদন জানানো হবে। পরিবহন দফতরের কাছে এই বিষয়ে জানানো হবে।

Advertisements