যত দিন যাচ্ছে গরম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন অনেক রাজ্য আছে যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে না ফলে গরম আরও তীব্রভাবে অনুভব হচ্ছে। অন্যদিকে, কুলারের তুলনায় এসির দাম অনেক বেশি। সাধারণ মানুষের সাধ্যের বাইরে এখন এসি (Portable AC) এবং তার সাথে বিদ্যুতের বিলও আসছে অনেক বেশি। প্রত্যেক দিনের সাথে সাথে গরম আরো তীব্রভাবে বেড়ে চলেছে। এর সাথে লেগেই আছে পাওয়ার কাটের সমস্যা।
যেসব মানুষের ইনভার্টার নেই তাদের এই অসহ্য গরম সহ্য করতেই হয়। সেই কারণেই আপনাকে এমন একটি ভালো উপায় জানানো হবে, যার জন্য আপনি বিদ্যুৎ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা ঘর ঠান্ডা রাখতে পারবেন। এমনকি সেই পোর্টেবল এসির দামও যথেষ্ট পরিমাণে সস্তা। মজার বিষয় হলো এসি (Portable AC) চালাতে লাগবেনা কোন ইলেকট্রিক, তাই ইলেকট্রিক বিল আসার কোন চিন্তা নেই। চলুন এক ঝলক দেখে নিই এই সস্তা ও পোর্টেবল এসি সম্পর্কে।
এই পোর্টেবল ডিজাইনের এসিটি সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে বড়লোক সবারই হাতের নাগালে। আপনি চাইলে যে কোন জায়গায় এটি কি নিয়ে যেতে পারবেন। একটি ঘর থেকে আর একটি ঘরে নিয়ে যেতে যাবেন আপনার ইচ্ছা মতো। তবে এই এসি আপনি পেতে যাচ্ছেন ৭টি ভিন্ন রং-এ। রাতের অন্ধকারে নাইট ল্যাম্প হিসেবেও এই এসি (Portable AC) দুর্দান্ত কাজ করে।
আপনি হয়তো জানেন না LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে (Portable AC) পাওয়া যাবে তিনটি মোড। এতে আপনি ফ্যানের মত গতি সামঞ্জস্য করতে পারবেন। আপনি সহজেই এদিকে নিয়ে কোন জায়গায় যেতে পারবেন, সেই সুবিধার জন্যই এর ওপরে একটি হ্যান্ডেল দেওয়া আছে। ঘর ঠান্ডা রাখতে এই এসির জুড়ি মেলা ভার। এটিতে আছে একটি ৩০০মিলি লিটারের জলের ট্যাঙ্ক, যা আপনাকে সহজেই চার থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা হাওয়া দেবে।
এই পোর্টেবল এয়ার কন্ডিশনারে রয়েছে একটি 4000mAh শক্তিশালী ব্যাটারি। আপনি যদি এটিকে সম্পূর্ণ চার্জ দেন, তাহলে নিশ্চিন্তভাবে 4 থেকে 5 ঘন্টা চালাতে পারবেন। তাহলে যদি একবার চার্জ করেন, তারপর যদি পাওয়ার কাটও হয়ে যায়, তাতে চিন্তার কোনও বিষয় নেই। এটিকে চালিয়ে আপনি এসির মজা নিতে পারবেন। এখন প্রশ্ন এটি পাবেন কোথায়? এটি Amazon থেকে 11,502 টাকায় কিনতে পারবেন। তবে আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি পেয়ে যাবেন 1,750 টাকা ছাড়। এরপর পোর্টেবল এসির দাম পড়বে 9,752 টাকা।