Yashasvi Jaiswal: লড়াইয়ের অনুপ্রেরণা, IPL-এ শতরানকারী যশস্বীর একসময় কীভাবে কেটেছে জানেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Yashasvi Jaiswal: যদি কেউ জীবনে সাফল্য চায় তাহলে কোনও শর্টকাট পদ্ধতি অনুসরণ করলে তা পাওয়া যায় না। জীবনের লড়াইতেও একটা মন্ত্র রয়েছে—যে সয়, সে রয়। যেসব ক্রিকেটাররা ক্রিকেটের ময়দানে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেন বা যারা উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের মনে ভয় ধরিয়ে দেন সেইসব ক্রিকেটারদের বিখ্যাত হয়ে ওঠার পথটা মোটেই সহজ হয় না। বহু ক্রিকেটারের উত্থানের কাহিনি শুনে সত্যি চোখে জল এসে যায়। নিজেদের দারিদ্রতাকে দূরে সরিয়ে নিজের স্বপ্নে অবিচল থেকে সাফল্য পাওয়া সাধারণ মানুষের কাছে সহজ কথা নয়। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) হলেন এমনই একজন ক্রিকেটার।

Advertisements

যাঁর সেঞ্চুরিতে আইপিএলের ১০০০তম মাইলস্টোন ম্যাচ রাঙিয়ে উঠেছিল, সে আর কেউ নয় স্বয়ং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মুম্বইতে তার অনেক কিছু প্রাপ্তি ঘটেছে। যদিও রবিবার রাতে আইপিএলের (IPL 2023) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরিতেও দলের জয় আসেনি। কিন্তু পিঙ্ক আর্মির যশস্বী মন জয় করে নিয়েছেন সবার। সবার মুখে শুধু একটাই কথা, ‘যশস্বী ভব’। তার এমন দিন গেছে পেটের দায়ে ফুচকা পর্যন্ত বিক্রি করেছে। সেই যশস্বী এখন আইপিএলের সেঞ্চুরিয়ান। ভাগ্য কখন কি খেল দেখায় তা সত্যি বলা মুশকিল। যশস্বীর সামনে এখন বহু পথ চলা বাকি। এখন শুধু অপেক্ষা তার ক্যারিয়ার কোন দিকে মোড় নেয়।

Advertisements

যশস্বীর জন্য উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়ায়তে। ক্রিকেট ঝোঁক তার ছেলেবেলা থেকেই। পেটের দায়ে মাত্র ১০ বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে চলে আসেন তিনি। পেট চালানোর জন্য এক দোকানে পর্যন্ত কাজ খোঁজেন যশস্বী। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে আসা যশস্বী দোকানে বেশি সময় দিতে পারতেন না। আর দোকানে থাকলে ক্রিকেট অনুশীলনই বা তিনি কখন করবেন? তাই তাকে বের করে দেওয়া হয় দোকান থেকে। ঠিক সেই সময় এক মাঠকর্মীর সঙ্গে যশস্বীর আলাপ হয়। সেই ব্যক্তির সাহায্যে তিনি এরপর আজাদ ময়দানের তাঁবুতে থাকা শুরু করেন। কিন্তু পেটের জ্বালা মেটানোর জন্য টাকার প্রয়োজন। সেইজন্য, যশস্বী ক্রিকেট অনুশীলনের পর আজাদ ময়দানে ফুচকা বিক্রি করা শুরু করলো।

Advertisements

কিন্তু তার প্রতিভা লুকিয়ে থাকেনি। একদিন হঠাৎ তিনি কোচ জ্বালা সিংয়ের নজরে পড়ে যান। তাঁকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব নেন জ্বালা সিং স্বয়ং। তার সাথেই তাঁর থাকা খাওয়ার ব্যবস্থাও করেন তিনি। এরপর মুম্বইয়ের সান্তাক্রুজে শুরু হয় জ্বালার অ্যাকাডেমিতে যশস্বীর ট্রেইনিং। এই ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটারের কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা যশস্বী।

যশস্বীর ২০১৯ সালে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এরপর ২০২০ সালে তিনি সুযোগ পান ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। সে বার টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন যশস্বী। টুর্নামেন্ট সেরার পুরস্কার এই কারণেই পেয়েছিলেন যশস্বী। তারপর ২০২০ সালেই আইপিএলে অভিষেক হয় তার। ভারতীয় ক্রিকেটে যশস্বীর বহু নজির রয়েছে। তিনি মাত্র ১৭ বছর বয়সে দেশের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন যশস্বী। যশস্বী এখন আইপিএলের স্টার পারফর্মার এবং তাঁর সামনে অনেকটা পথ চলা বাকি।

Advertisements