Extreme financial crisis is going on in NBSTC: আপনারা কি জানেন রাজ আমলের সংস্থা হলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ( NBSTC)। কিন্তু সেই সরকারি সংস্থাই আর্থিক টানাপোড়েনের জন্য তাদের একাধিক ভবন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বর্তমানে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপাতত তারা ১৬টি ভবনকে চিহ্নিত করেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সেগুলি ভাড়া দেওয়ার চেষ্টা করছে। সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে যে, বিভিন্ন সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংককে এই ভবনগুলি ভাড়া দেবে এনবিএসটিসি (NBSTC)।
নিগমের আওতায় বর্তমানে রয়েছে প্রায় ৬৪টি জমি। কিন্তু কোন জমির ব্যবহার কতটা করা হচ্ছে, আর কতটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কতটা আদৌ ব্যবহারের যোগ্য রয়েছে, কোন ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন এই সবরকম বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুসারে সরকারের ওপরমহলে রিপোর্ট পাঠানো হবে। বর্তমানে সরকার এর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অনেকটাই।
সূত্রের মাধ্যমে জানা যায় যে, অন্তত ১৬টি ভবন বর্তমানে একেবারে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা সহ বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে নিগমের নিজস্ব জমি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা একেবারে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এছাড়া মূল কথা হলো এগুলো থেকে নিগমের সেভাবে কোনও আয় হচ্ছে না। সেকারণেই এবার সেই জমি ভাড়া দিয়ে আয়ের রাস্তা খুঁজছে এনবিএসটিসি (NBSTC)।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কোচবিহারের ট্যাক্সি স্ট্যান্ড এলাকার ওল্ড অ্যাকাউন্টস ভবন, কোচবিহারের সেন্ট্রাল টার্মিনাসের ছাদ ও নিউ বাস স্ট্যান্ডের দোতলার অংশটি, শিলিগুড়ির মাটিগাড়া ডিভিশনের ছাদ, মালদা ডিভিশনের ছাদ, শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাসের একাংশ, রায়গঞ্জ ডিভিশনের ছাদ ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি।
উত্তরবঙ্গের সাথে সাথে গোটা রাজ্য জুড়েই ও এমনকি রাজ্যের বাইরের সঙ্গে যোগাযোগের অন্যতম বড় মাধ্যম হল এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাস। অতীতে ব্যাপক টানাটানির মধ্যে এই সংস্থা চলেছে। সম্প্রতি এই সংস্থা মাঝেমধ্যে কিছুটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আর নিগমের নিজস্ব আয় বৃদ্ধির জন্য এবার থেকে অব্যবহৃত ভবনগুলিকে ভাড়া দেওয়ার উদ্যোগ নিল এনবিএসটিসি। অন্যদিকে, এনবিএসটিসির এসব সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্নরকম চর্চা শুরু হয়েছে। অনেকের মনে একটাই প্রশ্ন তবে কি বেসরকারিকরণের দিকে এগোচ্ছে এনবিএসটিসি (NBSTC)? সূত্রের মাধ্যমে জানা গেছে যে, শুধুমাত্র অব্যবহৃত জমি ও ভবনগুলিকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বেসরকারিকরণের কোনরকম সম্পর্ক নেই।