অরিজিনালদের পাশাপাশি কাজ করবেন ওরাও! ডাক্তারের আকাল মেটাতে মমতার নয়া টোটকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রায় অধিকাংশ সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক (Doctor) নেই। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকার কারণে রাজ্য সরকারকে হামেশাই সমালোচনার সম্মুখীন হতে হয়। রাজ্য সরকার সমালোচনার সম্মুখীন হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি যারা অসুবিধার সম্মুখীন হন তারা হলেন সাধারণ মানুষ। চিকিৎসার অভাবে প্রাণহানিও হয়ে থাকে। আবার চিকিৎসা করাতে রাজ্যের মানুষকে ছুটে যেতে হয় অন্য রাজ্যে।

Advertisements

রাজ্যে চিকিৎসকের এই যে আকাল তা দীর্ঘদিনের এবং এর সমাধানের জন্য বারংবার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সমালোচনা এবং বিভিন্ন মহল থেকে ওঠা দাবির পরিপ্রেক্ষিতে এবার রাজ্যে ডাক্তারের আকাল মেটাতে নয়া টোটকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সভাগৃহ থেকে এই টোটকা দেন।

Advertisements

বৃহস্পতিবার নবান্নের সভাগৃহের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ডিপ্লোমা কোর্স (Diploma Course in Medical) চালু করার পরামর্শ দিলেন। ডাক্তারের আকাল মেটাতে এমন পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন ডিপ্লোমা কোর্স হয় ঠিক সেই রকমই ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা তার।

Advertisements

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “অনেক হাসপাতাল হচ্ছে, যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এর ফলে যাঁরা এমবিবিএস কোর্স করে ‘অরিজিনাল ডাক্তার’ হচ্ছেন, তাঁদের পাশাপাশি সমান্তরাল একটি ব্যবস্থা তৈরি করা যাবে। যেভাবে হাসপাতাল বাড়ছে, বেড বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে, সেই পরিস্থিতিতে এই ডিপ্লোমা পাশ ডাক্তারদের অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্যবহার করা যেতে পারে।

যদিও ডাক্তারদের ডিপ্লোমা কোর্স ঠিক কেমন হবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, পাঁচ বছর ধরে প্রশিক্ষণের পর অরিজিনাল ডাক্তার পাওয়া যায়। সেক্ষেত্রে তাদের অনেক পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয় এবং সময় পার হয়ে যায়। এমন পরিস্থিতিতে ডিপ্লোমা কোর্স চালু হলে সমান্তরাল ভাবে তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কাজে লাগানো যেতে পারে।

Advertisements