নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই অপেক্ষায় বাংলার দ্বিতীয় এবং ওড়িশার প্রথম বন্দে ভারতের (Vande Bharat) সূচনার। দ্বিতীয় এই বন্দে ভারত সূচনার জন্য ইতিমধ্যেই এপ্রিল মাসে একটি ট্রেন এসেছে বাংলায়। এমনকি দুদিন আগেই রেলের তরফ থেকে জানানো হয় ১৫ মে সূচনা হবে ট্রেনটির। তবে একেবারে শেষ মুহূর্তে এসে দিন পরিবর্তনের ঘোষণা করা হলো।
হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ট্রায়াল রান শেষ হওয়ার পর এখন শুধু উদ্বোধনের জন্য অপেক্ষায় রয়েছে। উদ্বোধনের সেই সূচি অনুযায়ী ১৫ মে ঠিক করা হলেও প্রধানমন্ত্রী দপ্তর থেকে ওই দিন হাওড়া পুরি বন্দে ভারতের (Howrah-Puri Vande Bharat Express) সূচনা হবে না বলেই জানানো হয়েছে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার দিন পিছিয়ে যাওয়ার পাশাপাশি পিছিয়ে গেল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো পরিষেবার সূচনারও।
হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির পরিচালনার ভার পেয়েছে খড়গপুর ডিভিশন। তবে খড়গপুর ডিভিশন এই ট্রেনটির পরিচালনার ভার পেলেও এর উদ্বোধন হবে পুরি অথবা ভুবনেশ্বর স্টেশন থেকে। এই ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকেই উদ্বোধনের দিন পিছানোর বিষয়ে জানানো হয়েছে।
হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার নতুন দিন হিসাবে ধার্য করা হয়েছে ১৮ মে। ঐদিন ট্রেনটির সূচনা হওয়ার পর বাণিজ্যিকভাবে যাত্রীরা হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সফর করতে পারবেন। শতাব্দী এক্সপ্রেসের তুলনায় প্রায় এক ঘন্টা কম সময়ে হাওড়া থেকে পুরী পৌঁছানো যাবে বন্দে ভারত এক্সপ্রেসে। অন্যান্য সাধারণ ট্রেনের থেকে সময় অনেক বাঁচবে।
হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ভাড়া কত হতে পারে তা সম্পর্কে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে এসি চেয়ারকারের জন্য খরচ করতে হবে প্রায় ১৫০০ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারকারের জন্য খরচ করতে হবে ২৭০০ টাকার কাছাকাছি। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬:২০ মিনিটে এবং পুরি থেকে ছাড়বে দুপুর ১:৫০ মিনিটে।