হাওড়া থেকে সোজা বাঁকুড়া, তাও আবার লোকাল ট্রেন, মিলল দারুণ খবর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হলো ভারতীয় রেল (Indian Railways)। কাছে হোক অথবা দূরে যাতায়াতের জন্য অধিকাংশ মানুষই ট্রেনের উপর নির্ভর করেন আর এই নির্ভরশীলতার দিক দিয়েই ভারতীয় রেলের গুরুত্ব এত বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিটি নাগরিকরা চান তাদের এলাকায় যেন রেল পরিষেবা চালু হয়। সস্তা এবং নিরাপদও রেল পরিষেবার জনপ্রিয় তার অন্যতম কারণ।

Advertisements

রেল পরিষেবা যখন মানুষের জীবনের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে পড়ছে সেই সময় বাঁকুড়ার বাসিন্দাদের জন্য একটি সুখবর পাওয়া গেল। সেই সুখবরটি হল হাওড়া থেকে খুব সহজে লোকাল ট্রেনে আসা যাবে বাঁকুড়া (Bankura)। এর জন্য নতুন একটি রেলপথ তৈরি করা হবে এবং সেই রেলপথই সহজেই জুড়ে দেবে হাওড়া এবং বাঁকুড়াকে।

Advertisements

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের মধ্যে থাকা বাঁকুড়ার মসাগ্রাম থেকে হাওড়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। নতুন এই রেলপথ তৈরি করার জন্য রেলের তরফ থেকে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে এই রেলপথ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Advertisements

হাওড়া থেকে বাঁকুড়া সরাসরি সংযুক্ত করার জন্য যে রেলপথ তৈরি করা হবে তার জন্য রেলের তরফ থেকে গত মঙ্গলবার একটি টেন্ডার ডাকা হয়েছে। রেলের তরফ থেকে এই টেন্ডার ডাকার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, এখন শুধু কাজ শুরু হওয়া সময়ের অপেক্ষা। এই কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব অনেক কমে যাবে।

বর্তমানে ট্রেনে বাঁকুড়া হাওড়া যাতায়াত করার জন্য খড়গপুর হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। কারণ বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও মসাগ্রাম থেকে হাওড়া সংযোগ নেই। এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘুরপথে যাতায়াত করার জন্য অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। যে কারণে নতুন রেললাইন তৈরির কাজ সমাপ্ত হলেই খুব সহজে হাওড়া বাঁকুড়া যাতায়াত করা যাবে, এমনকি এই রুটে লোকাল ট্রেনেও খুব সহজে পৌঁছানো যাবে হাওড়া অথবা বাঁকুড়া।

Advertisements