নিজস্ব প্রতিবেদন : বাংলার বুকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ভারতীয় রেলকে (Indian Railways) বিপুল মুনাফা দিচ্ছে। ইতিমধ্যেই মাত্র তিন মাসে ২৫ কোটি টাকা আয় ছাড়িয়েছে এই ট্রেনটি। যাত্রী চাহিদাও রয়েছে আকাশ ছোঁয়া। ১১০ শতাংশ যাত্রী চাহিদা রয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
বাংলায় বন্দে ভারতের চাহিদার দিকে তাকিয়ে আরও একটি বন্দে ভারত চালু হতে চলেছে হাওড়া থেকে পুরী (Howrah Puri Vande Bharat)। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ মে অর্থাৎ বৃহস্পতিবার এই ট্রেনের উদ্বোধন হয়ে যাবে। ওড়িশার পুরি অথবা ভুবনেশ্বর রেলস্টেশন থেকে উদ্বোধন হবে নতুন এই বন্দে ভারতটির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করবেন বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বর্তমানে সাধারণ মানুষদের মধ্যে কৌতুহলের শেষ নেই। ট্রেনটি কখন হাওড়া থেকে অথবা পুরি থেকে ছাড়বে, কতক্ষণে পুরি বা হাওড়া পৌঁছাবে, ভাড়া কত ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে। এই সকল প্রশ্নের মধ্যেই আবার একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেটি হলো হাওড়া পুরি বন্দে ভারতের খাবারের মেনুতে কি কি থাকবে?
হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রীদের রেল নীরের জলের বোতল দেওয়া হবে একটি এক লিটার এবং একটি ৫০০ মিলি লিটারের। এর পাশাপাশি দেওয়া হবে ২০০ মিলিলিটারের একটি টেট্রা প্যাক জুস। দেওয়া হবে ২০০ মিলিলিটারের একটি বাটার টেট্রা প্যাক। স্ন্যাকসে থাকবে একটি ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ। এছাড়াও থাকবে একটি সিঙ্গারা, একটি নিমকির প্যাকেট, টম্যাটো কেচআপ। এক্সিকিউটিভ কোচে যারা যাত্রা করবেন তাদের চাহিদা মত দেওয়া হবে চা।
খাবারে দুপুরের মেনুতে থাকবে ১০০ গ্রাম বাসমতী চালের ভাত, দু’পিস মেথি পরোটা, ডাল, পঞ্চাশ গ্রাম ওজনের মটর পনির মশলা, মরশুমি সবজি, দই ও মিষ্টি। দই থাকবে ৮০ গ্রাম। থাকবে দু’পিস কালোজাম আর সঙ্গে থাকবে ৫০০ মিলিলিটার জলের বোতল। রাতের খাবারের মেনুতে কোনরকম পরিবর্তন করা হবে কিনা তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।