নিজস্ব প্রতিবেদন : বিপুল মুনাফা অর্জন করে ইতিমধ্যেই বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) অর্থাৎ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস খবরের শিরোনামে। গত তিন মাসে ২৫ কোটি টাকার বেশি উপার্জন করেছে এই রুটের ট্রেনটি। এরই মধ্যে আরও একটি বন্দে ভারত চালু হচ্ছে হাওড়া থেকে। ভারতীয় রেলের (Indian Railways) তৎপরতায় হাওড়া থেকে পুরী যাতায়াত করবে ওই ট্রেনটি।
১৮ মে অর্থাৎ বৃহস্পতিবার বাংলার দ্বিতীয় বন্দে ভারতের সূচনা হবে। দ্বিতীয় বন্দে ভারত সূচনার আগেই সাধারণ মানুষ নতুন এই ট্রেনটি নিয়ে চরম কৌতূহলের মধ্যে রয়েছেন। কৌতুহল বাড়ছে ট্রেনের ভাড়া ট্রেনের সময়সূচী ইত্যাদি নিয়ে। এরই মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে সেই সকল কৌতূহল দূর করার জন্য ট্রেনের ভাড়া এবং সময়সূচী জানিয়ে দেওয়া হল।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন রুটের বন্দে ভারতের যে ভাড়া ঘোষণা করা হয়েছে তা শুনলে রীতিমত আনন্দে লাফাবেন যাত্রীরা। কারণ এই ট্রেনটির ভাড়া অন্যান্য বন্দে ভারতের তুলনায় অনেক কম রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ট্রেনের জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
রেলের ঘোষণা অনুযায়ী হাওড়া থেকে পুরী নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মাঝে সাতটি স্টপেজ দেবে। খড়গপুড়, বালাসোর, ভদ্রক, জাজপুর রোড, কটক ভুবনেশ্বর ও খুরদা রোড রেল স্টেশনের স্টপেজ দেবে ট্রেনটি। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন হাওড়া পুরী যাতায়াত করবে এই ট্রেনটি। সকাল ৬:১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পুরি পৌঁছাবে ১২:৩৫ মিনিটে। পুরি থেকে ছাড়বে দুপুর ১:৫০ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ৮:৩০ মিনিটে।
হাওড়া এনজিপি বন্দে ভারতের তুলনায় হাওড়া পুরী বন্দে ভারতের ভাড়া অনেক কম। এই ট্রেনটিতে চেয়ারকারের ভাড়া রাখা হয়েছে যাত্রী কিছু ১২৬৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া রাখা হয়েছে যাত্রী পিছু ২৪২০ টাকা। ট্রেনটিতে চেয়ারকারে মোট ৯২৬ টি এবং এক্সিকিউটিভ চেয়ারকারে ৮৩টি সিট রয়েছে।