১ জুন থেকে আসছে বিরাট বদল, বদলে যাবে একাধিক জিনিসের দাম, চাপ পড়বে পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই জিনিসপত্রের দামের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আসতে দেখা যায়। বিভিন্ন পরিবর্তন আসে মূলত নতুন নতুন নিয়ম চালু করার ফলে। এই সকল নিয়মের পরিপ্রেক্ষিতে দেখা যায় কোন মাসে বিভিন্ন সেক্টরের জিনিসপত্রের দাম কমছে, আবার কোন মাসে দেখা যায় বাড়ছে। আর দাম বাড়লেই তা সরাসরি প্রভাব ফেলে আমজনতার পকেটে। দাম কমলে মেলে স্বস্তি। তবে দাম কমার তুলনায় অধিকাংশ সময়ই তা বাড়তে দেখা যায়।

Advertisements

নতুন মাসের শুরু থেকে যে সকল পরিবর্তন আসতে দেখা যায় সেই সকল পরিবর্তন জুন মাসের (June) শুরু থেকেও দেখা যাবে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে অর্থাৎ দাম বাড়া অথবা কমার দিক দিয়ে কোথায় কি রকম সম্ভাবনা রয়েছে তা আগাম টের পাওয়া যায়। এসবের পরিপ্রেক্ষিতেই জুন মাসে কোন কোন ক্ষেত্রে দাম বৃদ্ধি পেতে পারে অথবা কমার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

১) রান্নার গ্যাস (LPG) সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়ে থাকে। সেই মতো জুন মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসবে তা এক প্রকার স্পষ্ট। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস অর্থাৎ ডোমেস্টিক রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে পরিবর্তন না এলেও বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে দাম বাড়তে পারে অথবা কমতে পারে।

Advertisements

২) জুন মাসের শুরু থেকেই এক জায়গায় কোপ পড়বে আর সেই জায়গাটি হল ইলেকট্রিক টু হুইলার (Electric Two Wheeler)। যদি কেউ জুন মাসে ইলেকট্রিক টু হুইলার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে তাকে বাজেট বৃদ্ধি করতে হবে। কেননা জুন মাসে ইলেকট্রিক টু হুইলার এর দাম বৃদ্ধি পাবে।

ভারী শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে ২১ মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, FAME-II ভর্তুকির পরিমাণ সংশোধন করা হচ্ছে। আগে যেখানে ১৫০০০ টাকা ভর্তুকি দেওয়া হতো সেই জায়গায় এবার ভর্তুকি দেওয়া হবে ১০০০০ টাকা। এর ফলে আশঙ্কা করা হচ্ছে, বৈদ্যুতিক গাড়ির দাম ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

৩) পিএনজি এবং সিএনজির ক্ষেত্রেও দামে পরিবর্তন আসবে জুন মাসের ১ তারিখ থেকে। কেননা প্রতিমাসের শুরুর প্রথম দিনেই পিএনজি এবং cng-এর দাম নির্ধারণ করা হয়ে থাকে। জুন মাসে এই দুটি জ্বালানির দাম কি হবে তা অনেকেরই চিন্তার কারণ। কারণ এই সকল জ্বালানির দাম বৃদ্ধি পেলে অটো সহ অন্যান্য গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেতে পারে।

Advertisements