স্পষ্ট বাংলা উচ্চারণ, তানজানিয়ার কিলি পল মজলেন ‘সাদা সাদা কালা কালা’ গানে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যারা সেলিব্রেটি হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন তানজানিয়ার কিলি পল (Kili Paul)। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে তার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে সব সময় নজর রাখেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। আবার অন্য দিক দিয়ে বিচার করলে কিলি পলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ভারতবর্ষেই। তানজানিয়ার বাসিন্দা হলেও তিনি প্রতিনিয়ত মন জয় করে চলেছেন ভারতের কোটি কোটি নাগরিকদের।

Advertisements

কিলি পল এবং তার বোন এইভাবে প্রতিনিয়ত ভারতীয়দের মন জয় করার পিছনে রয়েছে তাদের ভারতীয় গান-বাজনার প্রতি আকর্ষণ। সোশ্যাল মিডিয়ায় তারা যে সকল গান ভিডিও আপলোড করে থাকেন তার মধ্যে বড় অংশের নাচ দেখা যায় বলিউডের বিভিন্ন গানের উপর ভর করে। শুধু বলিউড নয় পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তাদের আকর্ষণ যথেষ্ট ভাবে নজরে আসে।

Advertisements

বীরভূমের দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) কাঁচা বাদাম (Kacha Badam) গান যখন ভাইরাল হয়েছিল তখন সেই গানেও তাদের নাচ করে সোশ্যাল মিডিয়া মাতাতে দেখা গিয়েছিল। আর এবার একইভাবে কিলি পল সোশ্যাল মিডিয়া মাতালেন সম্প্রতি জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানে। তার স্পষ্ট বাংলা উচ্চারণ আরও বেশি মুগ্ধ করেছে বাঙালিদের।

Advertisements

আফ্রিকান সোশ্যাল মিডিয়া স্টার কিলি পল ‘বাংলাদেশি ভাইব, বাংলাদেশের কেউ আছেন নাকি?’ এমন কথা লিখে সাদা সাদা কালা কালা গানের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছেন। এই গানটি আপলোড করে এতটাই মন জয় করে নিয়েছেন কিলি পল যে হাওয়া সিনেমার চান মাঝি অর্থাৎ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) নিজেই ওই ভিডিওটি শেয়ার করেছেন।

বাংলাদেশের হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এপার বাংলা এবং ওপার বাংলায়। বিভিন্ন সময় ভারতীয় শিল্পীদের মুখেও এই গান শোনা যায়। সাধারণ মানুষদের মধ্যেও এই গানের জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন সময় মুখে মুখে এই গান শোনা যায়।

Advertisements