নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ওড়িশার বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় (Train Accident) নিহতের সংখ্যা ২৭৫। আহতের সংখ্যা এক হাজারের বেশি। এত বড় রেল দুর্ঘটনা সচরাচর দেখা যায় না। মৃত এবং আহতের সংখ্যার নিরিখে বালেশ্বরের রেল দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনায় পরিণত হয়েছে।
ভয়াবহ এই রেল দুর্ঘটনার পর সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। সেই রকমই এবার এমন বিপর্যয়ের মুখে পড়া মানুষদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ নিল জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি (LIC)। দুর্ঘটনাগ্রস্তদের বিমার টাকা এবং চিকিৎসার টাকা যাতে দ্রুত তাদের এবং তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায় তার জন্য নিয়মে পরিবর্তন নিয়ে এলো দেশের জনপ্রিয় এই বিমা সংস্থা।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বীমা সংস্থার তরফ থেকে দুর্ঘটনাগ্রস্তদের সহজেই টাকা দেওয়ার জন্য টাকা পাওয়ার প্রক্রিয়া সরল করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সিদ্ধান্ত মোহান্তি। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) টাকা পাওয়ার নিয়মও শিথিল করা হবে।
এই বিষয়ে সিদ্ধান্ত মোহান্তি জানিয়েছেন, বালেশ্বরের এমন ভয়াবহ রেল দুর্ঘটনায় তাদের সংস্থা শোকাহত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত তাদের টাকা পায় তার জন্য নিয়ম সরলীকরণ করা হচ্ছে। এছাড়াও জানা গিয়েছে, এমন দুর্ঘটনাগ্রস্ত মানুষ গুলি এবং তাদের পরিবারগুলি যাতে দ্রুত টাকা পান তার জন্য ন্যূনতম নথি নেওয়া হবে।
এক্ষেত্রে নিয়মে বদল আনার জন্য বিমা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বিমার টাকা তাদের পরিবারগুলির হাতে তুলে দেওয়ার জন্য ডেথ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। পরিবর্তে যদি ওই ব্যক্তির নাম কেন্দ্র, রাজ্য বা কেন্দ্রীয় কোনও সংস্থার প্রকাশিত মৃতদের তালিকায় থাকে তাহলেও বীমার টাকা পাবেন ওই পরিবার।