Book a helicopter tour to Kedarnath with IRCTC: চারধামের মধ্যে অন্যতম হলো কেদারনাথ ধাম। জীবনে কেদারনাথ যাত্রা করে পুণ্য লাভ করার ইচ্ছা সবার মনেই থাকে।কিন্তু এই যাত্রা বড় কষ্টসাধ্য। প্রতিবছর দরজা খোলার পর থেকে কেদারনাথ মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। প্রত্যেক বছর এপ্রিল মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। কিন্তু তার জন্য কয়েক মাস আগে থেকেই করে নিতে হয় বুকিং। যদি আপনারও মনে এই সাধ থেকে থাকে, কিন্তু কষ্টের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে বলি, আইআরসিটিসি নিয়ে এসেছে হেলিকপ্টারের ব্যবস্থা (Kedarnath Helicopter Service)। হেলিকপ্টার করেই সোজা পৌঁছে যেতে পারবেন কেদারনাথ মন্দিরে।
শুধুমাত্র দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তাভাবনা করেই IRCTC এই বন্দোবস্ত করেছে। তাই আপনি যদি কেদারনাথ দর্শন করতে চান তাহলে আইআরসিটিসির মাধ্যমে আপনাকে বুক করতে হবে হেলিকপ্টার (Kedarnath Helicopter Service)। আর পায়ে হেঁটে কষ্ট করে পৌঁছতে হবেনা বাবার দর্শন করতে। কষ্ট লাঘব করার জন্যই এই ব্যবস্থা। বহু বয়স্ক মানুষ আছেন যাদের পক্ষে পায়ে হেঁটে যাত্রা করা খুবই কষ্টসাধ্য। তাদের জন্য এই ব্যবস্থা সত্যি খুব লাভজনক।
এবার দেখে নিতে হবে কিভাবে আইআরসিটিসির মাধ্যমে হেলিকপ্টার (Kedarnath Helicopter Service) বুক করা যাবে। প্রথমে আপনাকে যেতে হবে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখান থেকে http://heliyatra.irctc.co.in-এ যান। আপনি চারধাম যাত্রার জন্য নিজের নাম নিবন্ধন করুন। যদি আপনি হেলিকপ্টারের সুবিধা পেতে চান তাহলে আপনার নাম নিবন্ধন করা বাধ্যতামূলক।
আপনাকে ভ্রমণ করার অন্তত ৬ দিন আগে হেলিকপ্টার বুক করতে হবে। এই পোর্টালটি আবার প্রতিদিন দুপুর ১২টায় খোলা হয়। আপনাকে পোর্টাল খোলার সাথে সাথেই বুকিং করার চেষ্টা করতে হবে। আপনি যদি গুপ্তকাশী থেকে কেদারনাথ ধাম পর্যন্ত হেলিকপ্টার যাত্রা (Kedarnath Helicopter Service) করতে চান তাহলে আপনাকে মাথা প্রতি ৭,৭৪৪ টাকা দিতে হবে। এবার আপনি যদি ফাটা থেকে কেদারনাথ হেলিকপ্টারে যেতে চান তাহলে যাত্রার জন্য মাথা প্রতি দিতে হবে ৫,৫০০ টাকা। এছাড়া সর্সী থেকে কেদারনাথ যেতে চাইলে হেলিকপ্টার যাত্রার খরচ মাথা প্রতি ৫,৪৮৯ টাকা। তবে এই ভাড়ার মধ্যে যাতায়াত-সহ সমস্ত কিছুর খরচ ধরা হয়।
পাহাড়ের আবহাওয়া সব সময় সমান থাকে না, তাই যেকোনো সময় কেদারনাথের এই হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সেরকম হলে আপনাকে বারবার পোর্টালটি চেক করতে হবে এবং পরিস্থিতি কি তা দেখতে হবে। এছাড়া বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট রয়েছে কেদারনাথ হেলিকপ্টার যাত্রার জন্য। তাই সতর্ক ও সাবধান থাকতে, এইসব ভুয়ো ওয়েবসাইট এড়িয়ে চলুন।