Credit card is the only hope in foreign countries? But be careful now: ক্রেডিট কার্ড শব্দটির সঙ্গে বর্তমান প্রজন্মের প্রতিটি মানুষ যেন ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ দিন দিন মানুষের খরচ বেড়েই চলেছে। বিলাসিতা যেন মানুষকে আষ্টেপৃষ্ঠে গ্রাস করেছে। আর সেই বিলাসিতাকে প্রশ্রয় দিচ্ছে মানুষের পকেটে থাকা একটি ছোট্ট ক্রেডিট কার্ড (Credit Card)। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো এমন একটি মাধ্যম, যা ব্যবহার করে ব্যাংক থেকে টাকা ধার করে আপনার কোন প্রয়োজন মেটানো যেতে পারে। তবে বর্তমানে ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম (Credit card new rule) চালু হয়েছে দেশ-বিদেশে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ক্রেডিট কার্ডের নতুন নিয়ম (Credit card new rule) যা চালু করলেন, সেই অনুযায়ী, এখন বিদেশেও যদি কোন ব্যক্তি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তবে সে ক্ষেত্রে একটি ন্যূনতম চার্জ কাটা হবে। আর এই নতুন নিয়ম চালু হবে ১লা জুলাই ২০২৩ থেকে। কেন্দ্রীয় সরকার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (Foreign Exchange Management Act or FEMA) পূর্ববর্তী নিয়মের পরিবর্তন এনেছে।
অর্থ মন্ত্রক গত ১৬ ই মে ক্রেডিট কার্ডের নতুন নিয়ম (Credit card new rule) অনুসারে ঘোষনা করেছেন যে, ক্রেডিট কার্ডকেও লিবারলাইজড রেমিট্যান্স স্কিমের (LRS) আওতাভুক্ত করা হচ্ছে। আগে ডেবিট কার্ড/ফরেক্স কার্ড যেমন ছিল। এই নতুন সিদ্ধান্তের প্রধান কারণ হলো যেহেতু ক্রেডিট কার্ডে টাকা অঙ্কের কোন লিখিত হিসাব দিতে হতো না, তাই যে কোন মানুষ যথেচ্ছারে ক্রেডিট কার্ড ব্যবহার করত। এর ফলে ক্রেডিট কার্ডের সীমা পেরিয়ে যেত। সরকারের পক্ষে এই অগণিত টাকার হিসাব রক্ষণাবেক্ষণ করাটাও ভীষণ চাপের হয়ে পড়ছিল।
এতদিন পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে কোন হোটেল, রেস্টুরেন্ট বা ট্যুর প্যাকেজ বুকিং করতে হলে ক্রেডিট কার্ডে মাত্র ৫ শতাংশ TCS কাটা হতো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে TCS বা TDS কি? TCS হল আপনি যা খরচ করছেন, সেখান থেকে যে শতাংশ টাকার অংক কাটা হয়েছে সেটাকে বলা হয় TCS। আর আপনার আয়ের থেকে যে পরিমাণ কেটে নেওয়া হবে, সেটা হল TDS।
এবার সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে ১ লা জুলাই থেকে। এই ৫ শতাংশ বেড়ে হবে ২০ শতাংশ। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশের যে কোন কিছু বুকিং এর ক্ষেত্রেই ২০ শতাংশ কাটা হবে। এবার LRS স্কিমের মাধ্যমে ক্রেডিট কার্ডের হিসেব একটি ন্যূনতম সীমার মধ্যে আনা যাবে বলে আশাবাদী সরকার। LRS হল এমন একটি স্কিম যা ভারতের বাইরে কোন ব্যক্তি কতটা পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেটি ভারত থেকে হিসেব রাখা সম্ভব হয়